X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ২৩:০৩আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২৩:০৩

নেইমার ও এমবাপে দলকে জেতালেন লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন কাইলিয়ান এমবাপে। বদলি নেমে জোড়া গোল করে দলকে জেতালেন তিনি। গুইনগাম্পকে ৩-১ গোলে হারাল প্যারিস সেন্ত জার্মেই। তাকে একটি গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি গোল করেন নেইমারও। টানা ম্যাচ জিতে ৬ পয়েন্ট ফরাসি চ্যাম্পিয়নদের।

মাত্র ৫ মিনিটে আনহেল দি মারিয়ার শক্তিশালী শট ক্রসবারের কয়েক ইঞ্চি উপর দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর দুর্দান্ত সেভে পিএসজিকে রক্ষা করেন জিয়ানলুইজি বুফন। ১৪ মিনিটে মার্কাস থুরামের নিচু ক্রস থেকে নোলান রোক্সের শট দারুণ চেষ্টায় ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান এই ইতালিয়ান গোলরক্ষক।

পরের মিনিটে টিমোথি উইয়া গুইনগাম্পের রক্ষণ ভেদ করে ডিবক্সে বল বাড়িয়ে দেন। দি মারিয়ার ব্যাকহিল সহজে আটকে দেন স্বাগতিক গোলরক্ষক কার্ল-জোহান জনসন। কলিন দাগবার বোকামিতে ২০ মিনিটে এগিয়ে যায় গুইনগাম্প। অধিনায়ক থিয়াগো সিলভার সঙ্গে ভুল বোঝাপড়ায় বল বাড়িয়ে দেন মার্কাস কোকোকে। স্বাগতিক এই মিডফিল্ডার আঙুলের টোকায় বল দেন রোক্সকে, মাত্র ১০ গজ দূর থেকে বুফনকে পরাস্ত করেন তিনি।

২৫ মিনিটে দ্বিতীয়বার পিএসজির জালে বল পাঠায় গুইনগাম্প। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ওই গোল বাতিল করে দেন। রিভিউতে দেখা গেছে, দাগবাকে ধাক্কা দিয়ে গোল করেছেন নিকোলাস বেনেজেত। এই হতাশা স্বাগতিকরা কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছিল প্রথমার্ধের যোগ করা সময়ে, তৃতীয় মিনিটে পিএসজির দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন থুরাম। কিন্তু বাঁ দিক থেকে তার নেওয়া বাঁকানো শট গোলবারের উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে উইয়াহর বদলি হয়ে মাঠে নামেন কাইলিয়ান এমবাপে। জাদু দেখান ফরাসি ফরোয়ার্ড। ৪৭ মিনিটে দি মারিয়াকে দারুণ এক সুযোগ তৈরি করে দেন বিশ্বকাপ জয়ী এই তারকা। কিন্তু আর্জেন্টাইনকে দুর্দান্ত চেষ্টায় হতাশ করেন জনসন।

৫২ মিনিটে জর্ডান ইকোকোর ফাউলের শিকার হন নেইমার। পেনাল্টিও নেন তিনি। জনসনকে ভুল দিকে ডাইভ দিতে বাধ্য করে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে এমবাপে নাম লিখেন গোলের খাতায়। ৮২ মিনিটে দি মারিয়ার চমৎকার পাস থেকে ২-১ করেন রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়। নেইমারের পাস থেকে ৮৮ মিনিটে সিলভা দলের তৃতীয় গোলের সুযোগ হারান।

তবে ২ মিনিট পর ব্রাজিলিয়ানের অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন এমবাপে। ৯০ মিনিটে ফিরতি পাসের আশায় ফরাসি ফরোয়ার্ডের কাছে বল দেন নেইমার। কিন্তু একার চেষ্টায় ৩-১ করেন এমবাপে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক