X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গোল না পেলেও রোনালদোয় খুশি জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৪:৪৯

গোল না পেলেও রোনালদোয় খুশি জুভেন্টাস কোচ জুভেন্টাসের অভিষেক গোল দিয়ে রাঙিয়ে নিতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। ইতালিয়ান চ্যাম্পিয়নরা অবশ্য স্কুদেত্তো ধরে রাখার মিশন শুরু করেছে জয় দিয়ে। এই আনন্দের মাঝে রোনালদোর গোল না পাওয়ায় মোটেও চিন্তিত নন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, বরং পর্তুগিজ তারকার পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

শনিবার শিয়েভোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে জুভেন্টাস। নাটকীয় এই জয়ে ৭৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল তুরিনের ক্লাবটি। আত্মঘাতী গোল ও ইনজুরি টাইমে ফেদেরিকো বেরনারদেসির লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে সিরি ‘এ’ চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ দিয়েই জুভেন্টাসের জার্সিতে প্রতিযোগিতামূলক খেলায় অভিষেক হয়েছে রোনালদোর। বিশ্বের কোটি ফুটবলভক্ত তাকিয়ে ছিলেন তার অভিষেক ম্যাচের দিকে, প্রত্যাশা ছিল গোল দিয়ে নতুন মিশন শুরু করবেন তিনি। যদিও গোলমুখে আটবার শট নিলেও সফল হননি সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

‘লস ব্লাঙ্কোদের’ হলে শেষ ১০ লা লিগা ম্যাচের প্রত্যেকটিতে লক্ষ্যভেদ করেছিলেন রোনালদো। ইতালিতে গিয়ে তার গোলের ধারায় পড়লো ছেদ। ১০০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়ানো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গোলহীনভাবে থাকায় মোটেও চিন্তিত নন কোচ আলেগ্রি। বরং রোনালদোর পারফরম্যান্সের প্রশংসাই ঝরেছে আলেগ্রির কণ্ঠে, ‘সে (রোনালদো) খেলাটা ধরে রেখেছিল। দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি। দলের সঙ্গে ও দারুণ কাজ করেছে, আমি তো বলব ক্রিস্তিয়ানো চমৎকার খেলেছে।’

নিজে গোল উৎসব করতে না পারলেও দলের জয় উদযাপন করেছেন রোনালদো। টুইটারে আনন্দ ভাগাভাগিও করে নিয়েছেন তিনি ভক্তদের সঙ্গে, ‘জুভেন্টাসের জার্সিতে প্রথম জয়ে আমি আনন্দিত!’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া