X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এ বছর চেলসি ছেড়ে যাবেন না হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৭:৫২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৭:৫৫

এডেন হ্যাজার্ড বিশ্বকাপ শেষে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির গুঞ্জন উঠেছিল। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের আশায় জল ঢেলে দিলেন বেলজিয়ান প্লেমেকার। হ্যাজার্ড নিশ্চিত করলেন, চেলসিতেই থাকছেন তিনি।

অন্তত এই বছর কোথাও যাচ্ছেন না হ্যাজার্ড। তবে ভবিষ্যতের ব্যাপারে কোনও নিশ্চয়তা দেননি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার বন্ধ হয়েছে, অন্যদিকে স্পেনে এখনও খোলা। তাই তিনি চলে গেলে জানুয়ারি পর্যন্ত তার শূন্যতা পূরণ করতে পারবে না চেলসি। ঠিক এই কারণে চেলসিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ান তারকা।

তাছাড়া আরও দুই বছর চেলসির সঙ্গে চুক্তি আছে হ্যাজার্ডের। চুক্তির মেয়াদ বাড়াতেও অনিচ্ছা তার। চেলসি ৩-২ গোলে আর্সেনালকে হারানোর পর হ্যাজার্ড বলেছেন, ‘আপনারা জানেন আমি বিশ্বকাপ শেষে কী বলেছিলাম। আমি এখানে সুখী আছি, এনিয়ে আমি এখন কোনও কথা বলতে চাই না। অনেক কিছু বলা হচ্ছে, যেগুলো অযথা। এখন আমি খুশি। আমার চুক্তির এখনও দুই বছর বাকি আছে। দেখা যাক কী হয়। কিন্তু আমি যাচ্ছি না (এই বছর)।’

বদলি নেমে গানারদের বিপক্ষে মার্কোস আলোনসোকে দিয়ে গোল করানো হ্যাজার্ড আরও যোগ করেছেন, ‘ইংল্যান্ডে দলবদলের বাজার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা কাউকে বেচতে পারবো কিন্তু চুক্তি করতে পারবো না। কোনও খেলোয়াড়কে না এনে আমাকে ছেড়ে দেওয়া হবে (চেলসির জন্য) অদ্ভুত। আমরা দেখেছি (আর্সেনালের বিপক্ষে) ভক্তরা আমাকে অনেক পছন্দ করে। বেশ ভালো আছি এখানে। এক বা দুই বছর পর কী হয় দেখা যাক।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের