X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরার লড়াইয়ে রোনালদো, মদরিচ ও সালাহ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১৯:৫৫আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:৫৫

সালাহ, রোনালদো ও মদরিচ ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদরিচ ও মোহাম্মদ সালাহ- ৩০ আগস্ট এই তিনজনের একজন হবেন উয়েফার বর্ষসেরা খেলোয়াড়।

২০১০ সালে চালু হওয়ার পর থেকে এই অ্যাওয়ার্ডের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় সবসময় ছিল রোনালদোর নাম। এবার তার ব্যতিক্রম হলো না। হবেই বা কী করে! জুভেন্টাসে চুক্তি করার আগে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স করে। পর্তুগিজ উইঙ্গার ইউরোপের শীর্ষ মঞ্চে ১৩ ম্যাচ খেলে করেন ১৫ গোল।

লা লিগাতে অবশ্য সেভাবে ঝলক দেখাতে পারেননি রোনালদো। বার্সেলোনার কাছে শ্রেষ্ঠত্ব হারানোর পথে ২৭ ম্যাচ খেলে করেন ২৬ গোল। ক্লাব বিশ্বকাপেও করেছেন দুই গোল। চ্যাম্পিয়ন্স লিগের মতো এবারও উয়েফার হ্যাটট্রিক অ্যাওয়ার্ড জয়ীর দৌড়ে আছেন তিনি। তিনবার এই পুরস্কার জয়ের স্বাদ নিয়ে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্রয়ের দিন রোনালদো হাজির হবেন ইতিবাচক প্রত্যাশা নিয়ে।

তার সঙ্গে উয়েফার বর্ষসেরা হওয়ার দৌড়ে লড়বেন সালাহ। এই অ্যাওয়ার্ড চালু হওয়ার পর প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মিশরীয় ফরোয়ার্ড, প্রথম আফ্রিকানও। সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ৪৪ গোল করেছেন তিনি। তাছাড়া লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তুলতে প্লে অফসহ ১৫ ম্যাচে করেছেন ১১ গোল। অবশ্য ফাইনালে চোট পেয়ে হতাশায় মাঠ ছাড়তে হয় সালাহকে।

তবে তিনজনের তালিকায় মদরিচের নাম বেশ অবাক করার মতোই। কারণ ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খুব বেশি শিরোনাম কাড়তে পারেননি ক্রোয়েশিয়ার অধিনায়ক। যদিও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেন তিনি। তাতেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন মদরিচ।

২০১১ সালে প্রথমবার উয়েফার বর্ষসেরা হন লিওনেল মেসি। এবার তিনি নেই তিনজনের তালিকায়। এনিয়ে তৃতীয়বার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন না ২০১৫ সালে দ্বিতীয় অ্যাওয়ার্ড পাওয়া বার্সেলোনার ফরোয়ার্ড। রোনালদো ও মেসি ছাড়া এই পুরস্কার আর জিতেছেন কেবল দুজন- আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২) ও ফ্রাঙ্ক রিবেরি (২০১৩)।

অল্পের জন্য শীর্ষ তিনে জায়গা হয়নি আন্তোয়ান গ্রিয়েজমানের, ৭২ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা হয়েছেন চতুর্থ। মেসি পাঁচ নম্বরে। পিএসজি তারকা কাইলিয়ান এমবাপে ষষ্ঠ। শীর্ষ দশে থেকে শেষ করা অন্যরা হলেন ম্যানসিটির কেভিন ডি ব্রুইন (৭), রিয়ালের রাফায়েল ভারান (৮), চেলসির এডেন হ্যাজার্ড (৯), রিয়ালের অধিনায়ক সের্হিয়ো রামোস (১০)। গোল ডটকম, উয়েফা ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!