X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বাংলার বাঘিনী’দের গল্প

রবিউল ইসলাম
২০ আগস্ট ২০১৮, ২২:০৫আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২২:২০

‘মেন্টর’ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা বাংলাদেশের ছেলেরা যা পারেনি মেয়েরা করে দেখিয়েছে সেটাই। দুবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা এনে দিতে পারেননি সাকিব-তামিম-মুশফিকরা। তবে মেয়েরা প্রথমবার ফাইনালে উঠেই হারিয়ে দিয়েছে শক্তিশালী ভারতকে। গত জুনে মালয়েশিয়ার মাটিতে ইতিহাস গড়া দলটি এবার অন্য ভূমিকায়। ক্রিকেট মাঠে নয়, টিভির পর্দায় দেখা যাবে সালমা-রুমানা-জাহানারাদের। দীপ্ত টিভির ঈদের বিশেষ অনুষ্ঠানটির নাম ‘বাংলার বাঘিনীরা’। ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রচারিত হবে এই অনুষ্ঠান।
ব্রাত্য আমিনের পরিকল্পনা ও পরিচালনায় ‘বাংলার বাঘিনীরা’ সঞ্চালনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ইদানীং টেলিভিশনের পর্দায় জেসি নিয়মিত। তবে সাবেক সতীর্থদের সঙ্গে অনুষ্ঠান বলেই তিনি ভীষণ রোমাঞ্চিত। বাংলা ট্রিবিউনকে জেসি বলেছেন, ‘অনুষ্ঠানটি নিয়ে শুরু থেকেই টেনশনে ছিলাম। লাইভ উপস্থাপনা করলেও আগে এ ধরনের অনুষ্ঠান করা হয়নি। তবে নিজে ক্রিকেটার হওয়ায় খুব বেশি সমস্যায় পড়তে হয়নি, গল্প করতে করতেই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। ওদের সম্পর্কে সব কিছু জানার কারণে ভেতরের মানুষটাকে বের করতে পেরেছি।’

গান, খেলা, র‌্যাপিড ফায়ার, অভিনয় তো ছিলই, ক্রিকেটারদের জীবনের মজার মজার ঘটনাও উঠে এসেছে কথোপকথনে। অনুষ্ঠানে ছিল কয়েকটি ভাগ, যেখানে তথ্যের পাশাপাশি ক্রিকেটারদের দিয়ে মজার কিছু করানোর চেষ্টা হয়েছে। জেসি জানিয়েছেন, ‘সবচেয়ে মজার সেগমেন্ট ছিল বেশ কয়েকজন ভক্তের অংশগ্রহণ। যেখানে নিজ ভক্তের সঙ্গে মেয়েরা বিশেষ একটি সেগমেন্টে অংশ নিয়েছে।’

অনুষ্ঠানের মঞ্চেই ব্যাট-বল নিয়ে চললো ‘ক্রিকেট’ সঞ্চালক জেসির প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে সাবেক সতীর্থদের। অনেক প্রশ্ন শুনে রীতিমতো ভড়কে গেছেন ক্রিকেটাররা। অবশ্য অনুষ্ঠানে তাদের পারফরম্যান্স জেসিকেও কম বিস্মিত করেনি, ‘এশিয়া কাপ জয়ের পর সবার মধ্যে মেয়েদের ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এখন সবাই আমাদের নারী ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চায়। আমিও তাদের কাছ থেকে সে সব বিষয় খুঁজে বের করা চেষ্টা করেছি। অনুষ্ঠানে মেয়েদের পারফরম্যান্স দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। এখানে আমাদের নারী ক্রিকেটারদের নতুন লুকে দেখা যাবে। দর্শকরা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি নিশ্চিত, এমন সুযোগ কেউ হারাতে চাইবেন না।’

অনুষ্ঠানে ‘ক্রিকেট’ও খেলেছেন এশিয়া কাপ বিজয়ীরা। মঞ্চেই ওপেনার আয়েশা রহমান শুকতারাকে বোলিং করেন পেসার জাহানারা আলম। এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বাংলা ট্রিবিউনকে জাহানারা বলেছেন, ‘আমরা ফরম্যাল ড্রেসে ছিলাম। ফরম্যাল ড্রেসেও আমরা কেমন খেলি, তারই যেন পরীক্ষা হয়েছে। এ এক দারুণ অভিজ্ঞতা।’
সঞ্চালক সাথিরা জাকির জেসির প্রশ্নবাণে জর্জরিত ক্রিকেটাররা খেলার বাইরে ভিন্ন ধরনের কিছু করতে পেরে উচ্ছ্বসিত মেয়েদের ক্রিকেটে দেশসেরা পেসার, ‘খেলার বাইরে আমাদের অন্যরকম একটা দিন কেটেছে। আমরা তো এমন কিছু করার সুযোগ পাই না। গান কিংবা অভিনয় করেছি, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছি, খেলার অভিজ্ঞতা শেয়ার করেছি। সব মিলিয়ে দারুণ কেটেছে সময়টা। প্রোগ্রামটা দেখতে মুখিয়ে আছি। দীপ্ত টিভিকে ধন্যবাদ। আমার বিশ্বাস, আমাদের ১৫ ক্রিকেটারের পরিবার ছাড়াও বাংলাদেশের সব মানুষ অনুষ্ঠানটা উপভোগ করবেন।’

দুষ্টুমিতে দলকে সব সময় মাতিয়ে রাখেন নিগার সুলতানা জ্যোতি। অনুষ্ঠানেও সারাক্ষণ খুনসুটি করা জ্যোতি বললেন, ‘আমি সব সময় দুষ্টুমি করি, অনুষ্ঠানেও সবার সঙ্গে দুষ্টুমি-ঠাট্টা করে কাটিয়েছি। আমি গান করেছি, অভিনয়ও করেছি। তবে অভিনয় করে বেশি ভালো লেগেছে। কারণ সেটা বেশি চ্যালেঞ্জিং ছিল।’
‘ক্রিকেট মাঠ নাকি টিভি ক্যামেরা কোনটা সামলানো বেশি কঠিন?’ এমন প্রশ্নে  রুমানা আহমেদের উত্তর, ‘দুটো জিনিস দুই ধরনের কঠিন। অনুষ্ঠানটা করতে গিয়ে আমাদের মধ্যে অন্য ধরনের রোমাঞ্চ কাজ করেছে। অনুষ্ঠানটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি