X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

পিএসজিতেই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৯:৩২আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:৩২

জেরার্দ পিকের সঙ্গে নেইমার নেইমারের দলবদলের নাটক যেন শেষ হওয়ার নয়। রিয়াল মাদ্রিদ নাকি এখনও বুক বেঁধে আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘরে তোলার আশায়। যদিও তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন নেইমার নিজেই। আবারও স্পষ্ট জানিয়ে দিলেন, প্যারিস সেন্ত জার্মেইয়ে থাকছেন তিনি।

নেইমারের প্রতি রিয়ালের আগ্রহের বিষয় গোপন নয় ফুটবল বিশ্বের কাছে। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অনেকবারই সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে ঘরে তোলার কথা জানিয়েছেন। যদিও চাওয়াটা কোনোমতেই পূরণ হচ্ছে না তাদের। নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও সান্তিয়াগো বার্নাব্যু বাদ দিয়ে বেছে নেন পিএসজি। ফরাসি ক্লাবে নাম লেখানোর পর গত মৌসুম থেকে আবার শুরু তার রিয়ালে যাওয়ার গুঞ্জন।

চলতি গ্রীষ্মের দলবদলেও তাকে নিয়ে অনেক আলোচনা। তার জন্য নাকি ৩০০ মিলিয়ন ইউরো নিয়ে বসে আছে ‘লস ব্লাঙ্কোস’! ক্রিস্তিয়ানো রোনালদো দল ছেড়ে যাওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে পেতে উঠেপড়ে লেগেছে। যদিও তাদের আশার বেলুন ফুটো করে দিলেন নেইমার। নতুন মৌসুম শুরুর আগে নিশ্চিত করেছিলেন প্যারিসে থাকার কথা, বার্সেলোনা সফরে আরেকবার জানিয়ে দিলেন পার্ক দে প্রিন্সেসে থাকছেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নে নেইমার বলেছেন, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে। আর আমি প্যারিসেই থাকছি।’ বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে সাক্ষাতের খবরও দিয়েছেন তিনি, ‘হ্যাঁ, আমি বার্সেলোনার অনুশীলনে গিয়েছিলাম। প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি কথা বলেছি। ওদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। ওদেরকে আমি ভীষণ মিস করি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার