X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪০

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা আগামী বছরের ৫ জানুয়ারি। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে গভর্নিং কাউন্সিলের সভায় চূড়ান্ত হয়েছে প্লেয়ার্স ড্রাফটের তারিখও। প্লেয়ার্স ড্রাফট (লটারির মাধ্যমে খেলোয়াড় নির্বাচন) হবে ২৫ অক্টোবর। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা প্রয়াত হয়েছেন গত ৯ আগস্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শনিবার শেখ সোহেলের নাম ঘোষণা করা হয়েছে।

সভাশেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজকে আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সভায় বসে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ভাই (শেখ সোহেল)।’

জানুয়ারিতে শুরু হলেও অন্তত দুই মাস হাতে রেখে প্লেয়ার্স ড্রাফট করতে চায় গভর্নিং কাউন্সিল। সেপ্টেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের কাছে রেখে দেওয়া (রিটেইন) খেলোয়াড়দের তালিকা চেয়েছে বিপিএল কর্তৃপক্ষ। এ ব্যাপারে মল্লিক বলেছেন, ‘প্রত্যেক দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেওয়া খেলোয়াড়ের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।’

নিবন্ধিত খেলোয়াড়ের বাইরে দুজন অনিবন্ধিত খেলোয়াড় রাখার কারণ হিসেবে মল্লিক বলেছেন, ‘জানুয়ারিতে যখন বিপিএল শুরু হবে, তখন বিদেশের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগও চলবে। তাই প্রতিটি দলের চাহিদা পূরণের জন্য অনিবন্ধিত খেলোয়াড় প্রয়োজন পড়বে। ’

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যারা খেলেছিলেন, তাদের এবার ড্রাফটের আওতায় আসতে হবে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেছেন, ‘গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিদের এবারের ড্রাফটে থাকতে হবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না, তাদের মধ্যে থেকে দুজন করে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে।’

প্রথমবারের মতো ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু হচ্ছে এবারের বিপিএলে। প্রতিটি দল একটি করে রিভিউ নিতে পারবে। এবারও প্রতি ম্যাচে একজন বিদেশি আম্পায়ার থাকবে বিপিএলে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন