X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমি ইনজামামের ভাতিজা, এটা আমার দোষ নয়: ইমাম

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২

ইমাম উল হক প্রধান নির্বাচক ইনজামাম উল হক সম্পর্কে চাচা হওয়ায় ইমাম উল হক বারবার হচ্ছেন প্রশ্নবিদ্ধ। স্বজনপ্রীতির কারণে জাতীয় দলে তার জায়গা হয়েছে এমন কথা শুনতে হচ্ছে তাকে। কিন্তু সবার ভুল ভেঙে দিতে চান পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

দারুণ পারফরম্যান্স করে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন ইমাম। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিনটি সেঞ্চুরি! কিন্তু সমালোচকরা তাতেও তুষ্ট নয়। মাঠে ভালো করলেও ইনজামামের সঙ্গে সম্পর্কের কথা বারবার মনে করাচ্ছে তারা।

এই সমালোচক বিশেষ করে মিডিয়াকে একহাত নিলেন ইমাম, ‘অযথা আমার সমালোচনা করছে মিডিয়া। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে আগেও তাদের মুখ বন্ধ করেছি এবং ভবিষ্যতেও করে যাব।’

৯ ওয়ানডে খেলে ৪টি সেঞ্চুরিতে এশিয়া কাপের জায়গা পাকা করেছেন ইমাম। এমন পারফরম্যান্সের পরও মিডিয়ার দেখেও না দেখার ভান করায় ক্ষুব্ধ ২২ বছর বয়সী ব্যাটসম্যান, ‘এইচবিএল ফাইনালে যখন আমি ডাবল সেঞ্চুরি করলাম, তখন মিডিয়া আমার পাশে ছিল না। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এ দলের হয়ে রান করার সময় তাদের কোথাও পাওয়া যায়নি। কিন্তু জাতীয় দলে যখন ঢুকলাম, তখন তারা বলল আমি ইনজামামের ভাতিজা। প্রথম সেঞ্চুরি করার পর তারা বলল, এটা ভাগ্য।’

আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরেও ভালো করেছেন ইমাম। কিন্তু সমালোচনা এড়াতে পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতানোর পরও মিডিয়া কিছু বলেনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন সেঞ্চুরি করার পর বলা হলো, এ আর এমন কী! জিম্বাবুয়ে তো দুর্বল দল।’

ইনজামামের ভাতিজা নয়, ইমাম নামে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। সেটা এই এশিয়া কাপ দিয়ে, ‘আমি এশিয়া কাপকে স্মরণীয় করতে চাই যেন লোকজন আমার পারফরম্যান্স দিয়ে আমাকে মনে রাখে। একজন খ্যাতিমান ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক হওয়া তারও ক্ষতি করছে। এসব সমালোচনা আমাকে কেবলই শক্তিশালী করে তুলছে এবং এশিয়া কাপে আমি ভালো পারফর্ম করব।’

ইনজামামের সঙ্গে সম্পর্ক থাকার চাপ কতটা, এই প্রশ্নে ইমাম বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক, এটা আমার দোষ নয়। আমি শুধুই ইমাম উল হক হতে চাই।’ দ্য নেশন, জিও টিভি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!