X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এমবাপেকে সামনে পেয়েও কিনতে চায়নি চেলসি!

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৮

ছোট্ট এই ছেলেই এখন কাঁপাচ্ছেন ফুটবল বিশ্ব কাইলিয়ান এমবাপে এখন ‘হটকেক’। রাশিয়া বিশ্বকাপে আলো ছড়িয়ে ইউরোপের প্রায় সব বড় ক্লাবেরই চাহিদার পাত্রে পরিণত হয়েছেন তিনি। অথচ এই ফরোয়ার্ডকে হাতের কাছে পেয়েও কেনেনি চেলসি! ১৩ বছর বয়সে চেলসিতে দেওয়া প্রথম ট্রায়ালে নজর কাড়তে পারেননি ফরাসি ফরোয়ার্ড।

২০১২ সালে মায়ের সঙ্গে লন্ডনের ক্লাবটিতে ট্রায়াল দিতে এসেছিলেন এমবাপে। কিন্তু চেলসি তাকে দ্বিতীয়বার ট্রায়ালে আসতে বললে তার মা সেটা প্রত্যাখ্যান করেছিলেন। জানিয়েছিলেন, তারা আর আসবে না ইংল্যান্ডে। সেদিন চেলসি ‘ভুল’টা না করলে বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা হতে পারতেন ইংলিশ ক্লাবটি খেলোয়াড়।

সের্হি দানিয়েল বোগা, ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন চেলসির স্কাউট হিসেবে। তিনিই ফুটবলবিষয়ক ওয়েসবাইট ‘গোল ডটকম’কে ব্যাখ্যা করেছেন, কেন এমবাপে যোগ দেয়নি চেলসিতে। তিনি বলেছেন, ‘সে (এমবাপে) ট্রায়ালে এসেছিল, তবে আমাদের খুশি করতে পারেনি। কারণ রক্ষণাত্মক জায়গায় সে মোটেও ভালো করতে পারছিল না।’ এরপর বললেন, ‘তাই আমরা তার মাকে বলেছিলাম, দ্বিতীয়বার ট্রায়ালের জন্য আসতে পারবে কিনা। তিনি না বলেছিলেন।’

ওই সময় এমবাপে ফ্রান্সের ছোট ক্লাব বন্দেতে খেলতেন। চেলসি প্রথম দেখায় ফিরিয়ে দেওয়ার পর এখন প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে খেলা ১৯ বছর বয়সী তারকা আবার সেখানেই নিজের ফুটবলকে এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যান। ছেলেকে প্রত্যাখ্যান করার পর এমবাপের মা বলেছিলেন, ‘আমার ছেলে আর এখানে (চেলসি) ফিরে আসবে না। যদি হয়, তাহলেই এখনই নিতে হবে দলে। তা না হলে পাঁচ বছর পর ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে ওকে পেতে।’

বোগার কথায় ভেসে উঠেছে পুরনো দিনের সেই মুহূর্তটা। পাঁচ বছর পর ৫০ মিলিয়ন ইউরো নয়, মোনাকো থেকে তাকে আনতে পিএসজির খরচ হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো! মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা