X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনে ক্ষুব্ধ পিএসজি সভাপতি

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৪

নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনে ক্ষুব্ধ পিএসজি সভাপতি নেইমারের দলবদলের গুঞ্জন নতুন নয়। এবারের গ্রীষ্মের দলবদলেও তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর ইউরোপিয়ান মিডিয়ায় ছাপা হয়েছে খুব। নিজের দলের খেলোয়াড়কে নিয়ে ছড়ানো গুঞ্জনে ক্ষুব্ধ প্যারিস সেন্ত জার্মেইয়ের সভাপতি নাসের আল খেলাইফি।

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নেয় প্যারিসের ক্লাবটি। কিন্তু পার্ক দে প্রিন্সেসে নাম লেখানোর পরপরই শুরু হয় ব্রাজিলিয়ান তারকার দলবদলের গুঞ্জন! বিষয়টি অস্বাভাবিক হলেও রিয়ালের নাম বারবারই উচ্চারিত হয় ইউরোপিয়ান মিডিয়ায়। সেটা আরও বড় আকার ধারণ করে গ্রীষ্মের দলবদলে।

যদিও ‘অবাস্তব’ গুঞ্জনটি উড়ে যাবে বলে আশা করছেন পিএসজি সভাপতি খেলাইফি। রিয়ালের সঙ্গে বৈঠক করে নেইমারকে নিয়ে চলমান ইস্যু শেষ করতে চান তিনি।

গত জুলাইতে স্প্যানিশ মিডিয়ায় প্রচার হয়েছিল নেইমারের জন্য রিয়াল মাদ্রিদ ৩১০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে পিএসজিকে। যদিও মাদ্রিদের ক্লাবটি তা প্রত্যাখ্যান করে ওই প্রতিবেদনকে ‘পুরোপুরি মিথ্যা’ দাবি করে। তাতে অবশ্য সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে রিয়ালের নাম কাটা যায়নি, এখনও চলছে আলোচনা।

এই আলোচনায় ভীষণ ক্ষুব্ধ পিএসজি সভাপতি। তাই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কথা বলতে চাইছেন খেলাইফি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে তিনি বলেছেন, ‘আমরা মোটেও এটা (নেইমারকে নিয়ে চলমান গুঞ্জন) পছন্দ করছি না। আমরা রিয়ালের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। ব্যাপারটি আমাদের জন্য হতাশাজনক। অন্য কোনও ক্লাবের আমাদের খেলোয়াড়কে নিয়ে কথা বলাটা অন্যায়।’

পিএসজিকে রিয়াল সম্মান করে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমাদের সম্পর্কটা ভালো এবং তারা পিএসজিকে সম্মান করে। আর আমার আশা সেটা সত্যিই করে। আমরাও সম্মান করি মাদ্রিদকে, তাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে। তবে আমার মনে হয় লাইনের বাইরে গিয়ে কোনও কিছু করা উচিত নয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘জানি না তিনি আমাকে বুঝবেন কিনা। যদি এর মধ্যে কিছু থেকে থাকে, তাহলে আমরা সেটা নিয়ে কথা বলব, ফ্লোরেন্তিনো পেরেজ কিংবা অন্য কারও সঙ্গে। আমাদের কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, সেটা নিয়ে কথা বলব।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা