X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাফ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫

ভারত ও মালদ্বীপের অধিনায়ক কার হাতে উঠবে সাফ ফুটবলের ট্রফি? উত্তর জানা যাবে আজ। সন্ধ্যা ৭টায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড ও চ্যানেল নাইন।

সাফ ফুটবলে ভারত রীতিমতো অপ্রতিরোধ্য। আগের ১১টি আসরে ৭বার চ্যাম্পিয়ন ও তিনবার রানার্স-আপ হয়েছে তারা। এবারও ফাইনালে উঠেছে টানা তিনটি সহজ জয় দিয়ে। মালদ্বীপ অবশ্য গ্রুপ পর্বে ভালো খেলতে পারেনি। শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। শ্রীলঙ্কা আর মালদ্বীপের পয়েন্ট আর গোল গড় সমান হওয়ায় দ্বারস্থ হতে হয় টসের। টস ভাগ্যে সেমিফাইনালে ওঠা মালদ্বীপ ৩-০ গোলে নেপালকে উড়িয়ে আজ শিরোপার সামনে দাঁড়িয়ে।

মালদ্বীপের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ভারত অনেক এগিয়ে। আগের ১৬টি ম্যাচে ১২ বার জিতেছে তারা, হেরেছে দুবার, বাকি দুই ম্যাচ ড্র। গত রবিবার মালদ্বীপকে ২-০ গোলে হারালেও ফাইনালে ভীষণ সতর্ক ভারতের কোচ স্টিভেন কনস্ট্যানটিন, ‘সেমিফাইনালে নেপালের বিপক্ষে মালদ্বীপের পারফরম্যান্সকে অবজ্ঞা করা যাবে না। গ্রুপ পর্বে মালদ্বীপের কয়েকজন ভালো খেলোয়াড় আমাদের বিপক্ষে খেলেনি। আমরা অবশ্য ওদের ভয় পাচ্ছি না। আশা করি আমরাই জিতবো।’

ভারতের এই দলটি মূলত অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে গড়া। নেই সুনীল ছেত্রীর মতো তারকা। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া সুভাশীষ বোসের চোখ অষ্টম শিরোপার দিকে, ‘ফাইনালে নিজের সেরাটা দিয়ে ট্রফি জিততে চাই। আশা করি দর্শকরা আমাদের সমর্থন করবে।’

২০০৯ সালে ঢাকায় অষ্টম সাফ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হার মেনেছিল মালদ্বীপ। ৯ বছর পর একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি তারা। মালদ্বীপের কোচ পিটার সেগর্ট শিরোপা জিততে মরিয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল সেমি প্রফেশনাল খেলোয়াড়দের নিয়ে গড়া। খেলোয়াড়রা ৮ ঘণ্টা চাকরি করে খেলতে আসে। মালদ্বীপে এটাই সমস্যা। তবে আমাদের দলটা সংগঠিত। আমরা একটা বড় দলের বিপক্ষে খেলবো ঠিকই, কিন্তু মাঠে তো ১১ জনের বিপক্ষে ১১ জন লড়াই করবে।’

মালদ্বীপের অধিনায়ক আকরাম আব্দুল ঘানি বলেছেন, ‘আমরা ৯ বছর পর সাফ ফুটবলের ফাইনালে উঠেছি। আগের বার পারিনি, এবার শিরোপা জিততে চাই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের