X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শুরুর ধাক্কার পর মুশফিক-মিঠুনের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯

মুশফিক

লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে কেঁপে উঠেছিল বাংলাদেশ। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথম ওভারেই ১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তামিমরা। প্রাথমিক সেই ধাক্কা সামাল দিচ্ছেন মুশফিকুর রহিম ও মিঠুন। অবশ্য দুজনেই জীবন পেয়েছেন লঙ্কান ফিল্ডারদের অসতর্কতায়। 

ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টিতে আলো ছড়িয়েছিলেন লিটন দাস। এশিয়া কাপে এনামুলের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন। শুরুতে খেলতে নামলেও ব্যর্থতাই সঙ্গী ছিল লিটনের। লঙ্কান দলে দীর্ঘ দিন পর আসা টো ক্রাশার মালিঙ্গা কাঁপিয়ে দিয়েছেন টপ অর্ডার। লিটনকে প্রথম স্লিপে তালুবন্দী করিয়ে আক্রমণের শুরু।

পরের বলে সাকিব আল হাসান নামলে ফুলার লেন্থ বল করেন অফ স্টাম্প বরাবর। মিড অনে ড্রাইভ করতে গেলে উড়ে যায় তার অফ অফ স্টাম্প। উদ্বোধনীতে বাজে শুরুর দিনে আরও বড় আঘাত হয়ে আসে তামিমের চোট। দ্বিতীয় ওভারে লাকমলের বল পুল করতে গিয়ে ব্যথা পান বাম হাতের আঙুলে। চোট নিয়ে সরাসরি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে। 

পঞ্চম ওভারে আরেকটি সুযোগ এসেছিল শ্রীলঙ্কার। লাসিথ মালিঙ্গার বল লিডিং এজ হয়ে বাতাসে ভেসে উঠেছিল। লঙ্কান অধিনায়ক ম্যাথুজ ডাইভ দিয়ে বল তালুবন্দী করার চেষ্টা করলেও হাতে জমা পড়েনি বল। একই ওভারে শেষ দিকে আবারও ক্যাচ উঠিয়েছিলেন মিঠুন। ফিল্ডার বল লুফে নিতে ব্যর্থ হলেও নো বোলের সঙ্কেত দেন আম্পায়ার।    

এরপর ঢিমে তালে চলে বাংলাদেশের রানের চাকা। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে অষ্টম ওভারের শেষ বলে। প্রাথমিক ধাক্কা সামাল দিতে থাকা মুশফিক-মিঠুন জুটি ভাঙার সুবর্ণ সুযোগটি আসে দশম ওভারে। থিসারা পেরেরার বল স্কয়ার লেগে আলতো করে উঠিয়ে দিয়েছিলেন মুশফিক। ক্যাচ নিতে পারেননি দিলুরুয়ান। বাংলাদেশের স্কোর ১৫.২ ওভারে ২ উইকেটে ৬৮ রান। মুশফিক ব্যাট করছেন ৩৯ রানে আর মিঠুন ২৪ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে