X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মঈনকে ‘ওসামা’ বলায় তদন্তের মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪

মঈন আলী ২০১৫ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ান খেলোয়াড় নাকি মঈন আলীকে ‘ওসামা’ বলেছিলেন। ইংলিশ অলরাউন্ডারের এই দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তিন বছর আগের বিতর্কিত ঘটনা নিজের আত্মজীবনীতে তুলে ধরেছেন মঈন। তাতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শিগগিরই প্রকাশ হতে যাওয়া দ্য টাইমস নামের বইয়ের এক অংশে মঈন লিখেছেন, ‘একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মাঠে আমার কাছে এগিয়ে এলো এবং বলল ‘এবার আমাকে খেলে দেখাও, ওসামা’। আমি বিশ্বাসই করতে পারছিলাম না কী শুনলাম।’

প্রসঙ্গত, সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ইঙ্গিত করেই তাকে মঈনকে এটা বলেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ৩১ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার তার প্রতিক্রিয়ার কথা লিখেছেন এভাবে, ‘আমার মনে পড়ে আমি রাগে লাল হয়ে গিয়েছিলাম। ক্রিকেট মাঠে এতটা রাগী আমি কখনও হইনি।’

ঘটনাটা কোচ ট্রেভর বেলিসকে জানান মঈন, ‘আমি কয়েক জনকে জিজ্ঞাসা করলাম ওই খেলোয়াড় কী বলল আমাকে। আমি যতটুকু জানি ট্রেভর বেলিস (ইংল্যান্ড কোচ) এটা অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যানের কাছে তুলে ধরেছিলেন। লেম্যান ওই খেলোয়াড়ের কাছে জানতে চান, ‘তুমি কি মঈনকে ওসামা বলেছ?’ সে নাকচ করে বলেছে ‘না আমি বলিনি। আমি বলেছি, এবার আমাকে খেলে দেখাও খণ্ডকালীন বোলার।’

বার্মিংহ্যামে পাকিস্তানি-ব্রিটিশ পরিবারে জন্ম নেওয়া মুসলিম ক্রিকেটার মঈন দাবি করেন, ঘটনাটি ঘটেছিল প্রথম টেস্টে। ওই ম্যাচে ৭৭ রান করার পাশাপাশি ৫ উইকেট নেন তিনি। কার্ডিফের ওই টেস্টে ইংল্যান্ড ১৬৯ রানে হারায় অস্ট্রেলিয়াকে।

এতদিন পর হলেও ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেটে ও সমাজে এর কোনও জায়গা নেই। এই ব্যাপারকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত আমরা এই অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত শুরু করব।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া