X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের ফুটবলকে সাহায্য করতে এসেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩

বসুন্ধরা কিংসের পরিচিতি পর্বে কোলিন্দ্রেস বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংস, প্রথম মৌসুমেই তারা চমক দেখাল কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কোলিন্দ্রেসকে কিনে। রবিবার তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে দলটি। ক্লাবে পরিচিতি পর্বে কোলিন্দ্রেস জানালেন- শুধু বসুন্ধরা নয়, বাংলাদেশের ফুটবলকে সাহায্য করতে চান তিনি।

বসুন্ধরা কিংসের জার্সিতে আগামী ২১ সেপ্টেম্বর অভিষেক হতে পারে কোলিন্দ্রেসের। নীলফামারীতে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের বিপক্ষে একটি ম্যাচ খেলবে লিগের নতুন দলটি।

রাশিয়া বিশ্বকাপে সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেন কোলিন্দ্রেস। কিন্তু তেমন সুবিধা করতে পারেননি। জাতীয় দলে ১৫ ম্যাচ খেলে একটিও গোল নেই এই ফরোয়ার্ডের। আন্তর্জাতিক ফুটবলে তেমন নামডাক না থাকলেও বাংলাদেশের ফুটবলে নিজের স্বপ্ন পূরণ করতে চান ৩৩ বছর বয়সী কোলিন্দ্রেস, ‘আমাকে এই ক্লাবে খেলার সুযোগ করে দেওয়ায় কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। এখানে আমি এসেছি অনেক অভিজ্ঞতা নিতে। সেই সঙ্গে স্বপ্নও পূরণ করতে এসেছি। আমি আমার সেরাটা দেওয়ার জন্য অপেক্ষায় আছি।’

বাংলাদেশের ফুটবলে নতুন কিছু করতে চান কোস্টারিকান ফরোয়ার্ড। ২৬ নম্বর ক্লাব জার্সি হাতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ফুটবলকে সাহায্য করতে চাই। একই সঙ্গে নতুন কিছু অর্জনের ইচ্ছা আছে। সমর্থকদের খুশি করতে পারলে ভালো লাগবে।’

ঢাকায় এসে আতিথেয়তায় মুগ্ধ কোলিন্দ্রেস। তিনি বাংলাদেশিদের প্রশংসা করে বলেছেন, ‘ঢাকা ভিন্ন ধরনের শহর। যেখানেই যাচ্ছি, সবাই বেশ সাদরে আমাকে বরণ করে নিচ্ছে। সবাই আমাকে হ্যালো বলছে। আমি সম্মানিতবোধ করছি।’

বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘আমরা এমন একজনের সঙ্গে চুক্তি করেছি, যাকে দেখতে দর্শকরা মাঠে আসবে। ফুটবলে দর্শকদের মাঠমুখী করানো আমাদের মূল লক্ষ্য।’

ক্লাবটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুনোজ কোলিন্দ্রেসকে নিয়ে আশাবাদী, ‘দানিয়েল গোল করতে পারে, করাতেও পারে। সে একজন প্লেমেকার এবং বড় ক্লাবে খেলেছে। তাকে ঘিরে ক্লাব এগিয়ে যেতে চায়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যারাবিয়ার ১৯১ যাত্রী ও ৭ ক্রু
অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যারাবিয়ার ১৯১ যাত্রী ও ৭ ক্রু
সিল্কি চুলের জন্য ডিম ব্যবহারের ৭ উপায়
সিল্কি চুলের জন্য ডিম ব্যবহারের ৭ উপায়
স্থানীয় সরকার না ‘এমপি সরকার’?
স্থানীয় সরকার না ‘এমপি সরকার’?
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি