X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমি এখনই মেসি-রোনালদো পর্যায়ের: গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৩

আন্তোয়ান গ্রিয়েজমান ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে জায়গায় হয়নি আন্তোয়ান গ্রিয়েজমানের। তবে ফরাসি ফরোয়ার্ড ব্যালন ডি’অর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। কেননা তার বিশ্বাস, ইতিমধ্যেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছেন তিনি।

গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে ইউরোপা লিগের শিরোপা জিতেছেন গ্রিয়েজমান। ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনাল জয়ের পথে জোড়া লক্ষ্যভেদ করেছিলেন ফরাসি তারকা। এরপর জাতীয় দল ফ্রান্সের জার্সিতে জিতেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ। নিজে গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গ্রিয়েজমান।

এরপরও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের দৌড়ে সেরা তিনেও থাকা হয়নি তার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বিচারে বাদ পড়লেও ব্যালন ডি’অর জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। আর এই পুরস্কারটা তার কাছে সবচেয়ে মর্যাদার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’কে গ্রিয়েজমান বলেছেন, “আমার মতে, ব্যালন ডি’অর অনেক বেশি মর্যাদার পুরস্কার এবং এটার ইতিহাসও সমৃদ্ধ।”

সময়ের অন্য সব সেরা খেলোয়াড় থেকে নিজেকে আলাদা জায়গাতেই রাখলেন বিশ্বকাপ জয়ী তারকা, ‘এটা পরিষ্কার যে, ক্রিস্তিয়ানো রোনালদো, মেসি, নেইমার কিংবা (কাইলিয়ান) এমবাপে থেকে আমি আলাদা খেলোয়াড়। আমি সর্বোচ্চ জায়গায় আছি, তবে উন্নতির আরও জায়গা রয়েছে।’

তাই বলে নিজেকে পিছিয়ে রাখছেন না, মেসি-রোনালদোর পর্যায়ের ফু্টবল খেলছেন বলে দাবি গ্রিয়েজমানের, ‘যতটা পরিপূর্ণ খেলোয়াড় হওয়া যায়, আমার নজর সেদিকেই। আমি ৫০ গোল করতে পারব না, তবে অন্যভাবে দলকে সাহায্য করার চেষ্টা করব। আমার মতে, আমি ইতিমধ্যে মেসি ও ক্রিস্তিয়ানো পর্যায়ের খেলোয়াড়। আর এটাও জানি, অন্য খেলোয়াড়রাও একই পথে আছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক