X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রোনালদোর ৪০০ লিগ গোল

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১

রোনালদোর ৪০০ লিগ গোল ৩০০ মিনিটেরও বেশি সময় ছিলেন গোলহীন। খেলোয়াড়টা যখন ক্রিস্তিয়ানা রোনালদো, তখন তাকে নিয়ে কথা ওঠাই স্বাভাবিক। অবশেষে সব প্রশ্নের জবাব দিলেন এই উইঙ্গার জোড়া লক্ষ্যভেদে। জুভেন্টাসের জার্সিতে প্রথমবার জাল খুঁজে পাওয়ার দিনে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

ঘরের মাঠে সাসুউলোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। দলের হয়ে দুটো গোলই করেছেন রোনালদো, যার দ্বিতীয়টি দিয়ে ইউরোপিয়ান লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৯৮ লিগ গোল দিয়ে জুভেন্টাস ক্যারিয়ার শুরু করা পর্তুগিজ যুবরাজ টানা তিন ম্যাচের গোল খরা কাটালেন নিজের মতো করেই।

ক্যারিয়ারে অন্যতম সহজ গোল দিয়ে জুভেন্টাসের জার্সিতে প্রথমবার জাল খুঁজে পান রোনালাদো। গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাবে নাম লেখানো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এক গোলে থামেননি, পরে আরও একবার লক্ষ্যভেদ করে লিগে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন ৪০০তে। তাতে পঞ্চম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান লিগে ৪০০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

স্পোর্তিং লিসবন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পর্তুগিজ দলটির হয়ে করেছিলেন ৩ গোল। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ৮৪, রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩১১, আর জুভেন্টাসের হয়ে ২ গোল নিয়ে স্পর্শ করেছেন ৪০০ গোলের মাইলফলক।

তার আগে আরও চার খেলোয়াড় ৪০০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন। ইউরোপিয়ান লিগে সবচেয়ে বেশি গোল চেক-অস্ট্রিয়ান স্ট্রাইকার হোসেফ বিকানের। স্লাভিয়া প্রাগের জর্সিতে গোলের বৃষ্টি ঝরানো বিকানের লিগ গোল সংখ্যা ৫১৮টি। কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস রয়েছেন দ্বিতীয় স্থানে, হাঙ্গেরিয়ান তারকা লিগে করেছেন ৫১৪ গোল।

স্কটল্যান্ডের জিমি ম্যাকগ্রোরি ৪১০ লিগ গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে। আর জার্মানির হামবুর্গের কিংবদন্তি উয়ি সিলারের লিগ গোল সংখ্যা ৪০৬টি। তাকে যে শিগগিরই রোনালদো টপকে যাবে, সেই বাজি ধরা যায় সহজেই।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!