X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের সব ম্যাচে অবদান রাখতে চাই’

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন মিঠুন। ছবি-রবিউল ইসলাম সাড়ে চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দলে এখনও জায়গা পাকা করতে পারেননি মোহাম্মদ মিঠুন। এশিয়া কাপের আগে মাত্র তিনটি ওয়ানডেতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের মধ্যগগনে আবার সুযোগ পেয়ে মিঠুন উচ্ছ্বসিত। এবার সুযোগ কাজে লাগাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

গত জানুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে করেছিলেন ১০ রান। একই প্রতিপক্ষের সঙ্গে শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জ্বলে ওঠা মিঠুনের অবদান ৬৩ রান। মাঠে যখন নামেন, বাংলাদেশ ২ রানে ২ উইকেট হারিয়ে কাঁপছে। তামিম ইকবালের ইনজুরিতে ৩ উইকেটই বলা যায় আসলে। সেখান থেকে মুশফিকুর রহিমের সঙ্গে মিঠুনের ১৩১ রানের জুটি বাংলাদেশকে অন্ধকার থেকে নিয়ে গেছে আলোয়।

দুদিন আগে দারুণ ইনিংস খেললেও তার পা মাটিতেই আছে। সেদিনের ইনিংস নিয়ে পড়ে না থেকে মিঠুন তাকিয়ে সামনের দিকে। সোমবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাত্র একটা ম্যাচ খেললাম। ক্যারিয়ার দীর্ঘ করতে চাইলে আমাকে অনেক ম্যাচে ভালো খেলতে হবে। আমার কাছে অবশ্য প্রত্যেক ম্যাচই চ্যালেঞ্জিং। চেষ্টা করবো বাংলাদেশের সব ম্যাচে অবদান রাখার।’

এশিয়া কাপের আগে দুটি ওয়ানডেতে করেছিলেন ২৬ ও ১০ রান। অন্যটি মাঝপথে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ব্যাট করার সুযোগ পাননি। শনিবারের দারুণ ইনিংসটা কি তার মনের জড়তা দূর করতে পারবে? মিঠুনের উত্তর, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হয়। আগে কী করেছি তা নিয়ে চিন্তা করছি না। গত ম্যাচে ভালো করেছি আর এটা নিয়েই চিন্তা করতে চাই।’ সেদিনের ইনিংসটা নিয়ে তার অভিমত, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার সেরা ইনিংস। দলের জয়ে অবদান রাখতে পেরে অবশ্যই ভালো লাগছে।’

তামিমের এশিয়া কাপ শেষ। আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তর নাম। তবে শান্তর ওয়ানডে অভিষেক না হলে মিঠুনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অবশ্য যে কোনও পজিশনে খেলতে রাজি, ‘বাংলাদেশ দলে আমি যে কোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া