X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওই ১০ সেকেন্ড তামিমের ছিল বুকভরা সাহস

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯

টিম হোটেলের বাইরে তামিম ইকবাল সুরাঙ্গা লাকমলের বলেই তীব্র ব্যথা নিয়ে দ্বিতীয় ওভারে মাঠ ছাড়তে হয়েছিল তামিম ইকবালকে। দলের ১১তম ব্যাটসম্যান আউট হওয়ার পর যখন সবাইকে চমকে দিয়ে ব্যান্ডেজ বাধা হাত নিয়ে স্ট্রাইকে নামলেন, তখনও বোলার ছিলেন লাকমল। চোট পাওয়া হাতটি ছিল পেছনে, আর ব্যাট ছিল কেবল ডান হাতে। তখন কেবল একটা অনুভূতিই কাজ করছিল তামিমের মনে- অদম্য সাহস!

সবার নিষেধ সত্ত্বেও স্ট্রাইকেই নেমেছিলেন কয়েক ওভার আগেও স্লিংয়ে হাত ঝুলিয়ে রাখা তামিম। কিভাবে পারলেন তিনি? ক্রিকইনফোকে তামিম বললেন সেই কথা, ‘বোলার যখন দৌড়ে আসছিল, ওই ১০ সেকেন্ড নিজেকে খুব সাহসী মনে হচ্ছিল। স্টেডিয়ামে দর্শকদের চিৎকারে আমি একেবারে অন্যরকম হয়ে গিয়েছিলাম। আমি আউট হতে পারতাম কিংবা অন্য কিছুও হতে পারত। কিন্তু ওই মুহূর্তে আমি দল ও দেশের প্রতি ছিলাম পুরোপুরি দায়বদ্ধ।’

ইনিংস শেষ হওয়ার পর তামিমের মনে হয়েছিল, অনেক বড় ক্ষতি হতে পারত তার, ‘এখন মনে হচ্ছে এটা ছিল ঝুঁকির। আমার চোট পাওয়া হাত ছিল পেছনে। কিন্তু যখন বল খেললাম, আপনারা খেয়াল করবেন আমার হাতটা সামনে চলে এসেছিল। যদি বলটা না আটকাতাম, হয়তো সেটা আমার হাতেই আঘাত করত।’

দ্বিতীয় ওভারে লাকমলের বলে আঘাত নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল তামিমকে। কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফিরেছিলেন, ততক্ষণে ধরা পড়েছে কব্জিতে চিড়। গুঞ্জন শোনা যাচ্ছিল, এশিয়া কাপই শেষ তার। কিন্তু সবাইকে আবেগে ভাসিয়ে দুবাইয়ে আবার ব্যাট হাতে নামলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রতিটা রানই গুরুত্বপূর্ণ এমন ভাবনা ছিল মাশরাফি মুর্তজার মনে। তাই নন স্ট্রাইকে নামার শর্তে তামিমকে প্রস্তুত করছিলেন অধিনায়ক। বাংলাদেশের ওপেনার বলেছেন, ‘আমি মনে করেছিলাম, মাশরাফি ভাই মজা করে আমাকে আবার ব্যাট করতে নামার কথা বলছেন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেষ ওভারে আমাকে ব্যাটিংয়ে পাঠানো হবে, তবে আমি থাকব নন স্ট্রাইকে। আমাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে ক্রিজে।’

কিন্তু মাহমুদউল্লাহ, মাশরাফি ও মেহেদী হাসান মিরাজ তাড়াতাড়ি আউট হওয়ায় সব পরিকল্পনা গেল ভেস্তে। তামিমকে প্রস্তুত করানো হলো আগেভাগে। ড্রেসিংরুমের সবাই তাকে সাজিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে নামানোর জন্য। তামিম বললেন সেই মজার অভিজ্ঞতা, ‘রুবেল ক্রিজে থাকার সময় আমাকে প্যাড পরানো হলো। মাশরাফি ভাই আমার গ্লাভস কাটলেন। জীবনে প্রথমবার কেউ আমার পেটে গার্ড পরিয়ে দিলো। মুমিনুল ও অন্যরা আমাকে প্যাড পরাসে সাহায্য করেছিল। সবাই আমাকে সহায়তা করেছিল।’

কোনও কিছুই মাঠে নামা থেকে আটকাতে পারেনি তামিমকে মোস্তাফিজুর রহমান ১১তম ব্যাটসম্যান হিসেবে ৪৭তম ওভার শেষ হওয়ার এক বল আগে আউট হন। মুশফিক ১১২ রানে অপরাজিত ছিলেন নন স্ট্রাইকে। ওই একটি বল ঠেকানোর অদম্য সাহস নিয়ে মাঠে নামলেন তামিম। নামা ছাড়া আরও কোনও ভাবনাই কাজ করেনি তখন তার মনে, ‘যখন মুহূর্তটা এলো, তখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কী হবে। মোস্তাফিজুর যখন আউট হলো তখন আমি দ্বিতীয়বার ভাবিনি। নেমে গেলাম মাঠে। আমাকে জিজ্ঞাসা করা হলো নিশ্চিত হয়ে আমি কাজটি করছি কিনা। আমি বললাম, অবশ্যই।’

তামিমের মনে হয়েছিল, তার কারণে ১০ রান যোগ হলেও দলের জন্য ভালো। সেটার কাছে এই ঝুঁকি কিছুই না। কিন্তু মুশফিক যে ৩২ রান করবে সেটা কল্পনাও করেননি তিনি, ‘এশিয়া কাপ নিয়ে আমার উচ্চাশা ছিল। ওই মুহূর্তে সব আবেগকে আমি নিয়ন্ত্রণ করলাম। আমার মনে হচ্ছিল যদি এই একটা বল খেলতে পারি তাহলে দল আরও ৫ থেকে ১০ রান পাবে, সেটা দলের জন্য ভালো হবে। আমি মনে করলাম, যদি একটাই বল খেলতে হয় তাহলে কেন মাঠে নামব না?’

মুশফিকের প্রশংসাও ঝরল ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের কণ্ঠে, ‘কেউ প্রত্যাশা করেনি যে আমি ওই একটা বল খেলব এবং অন্য প্রান্ত থেকে ৩২ রান আসবে। মুশফিক অসাধারণ ব্যাটিং করেছে।’

মুশফিক ও বাংলাদেশকে সহায়তা করতে ব্যান্ডেজ বাধা তামিমের মাঠে নামা দেখে অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। তার সাহসিকতার প্রশংসায় ভাসছিল ধারাভাষ্যকার কক্ষ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। তামিম জানালেন, তার এই সিদ্ধান্ত এতটা সাড়া ফেলবে ভাবেননি। তিনি বলেছেন, ‘আমার জীবনে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে মনে পড়ে না। আমি সব প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি (এখন)। কিন্তু যখন ব্যাট করতে নামলাম তখন ভাবিনি কী হতে পারে। আমি কেবল দল ও দেশের জন্য মাঠে নেমেছিলাম।’

তামিম যখন তার এই অদম্য সাহসিকতার গল্প জানাচ্ছিলেন ক্রিকইনফোকে, তখনও তিনি অপেক্ষায় দ্বিতীয় স্ক্যানের। সেই স্ক্যান শেষে জানা গেছে, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের