X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতীয় দলের দরজা খুলছে আশরাফুলের?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৫

এইচপি দলে সুযোগ পেয়েছেন আশরাফুল নিজেকে প্রমাণের বড় সুযোগ পেলেন মোহাম্মদ আশরাফুল। খুলনাতে হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে চার দিনের ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। সুযোগটা কাজে লাগাতে চান ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

নিষেধাজ্ঞার কারণে ক্যারিয়ারের মোড় পাল্টে যাওয়া আশরাফুল আবার স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। সেই লক্ষ্যে নিজেকে বদলে ফেলেছেন তিনি। ডায়েট ঠিক রেখে ফিটনেসের উন্নতি করেছেন অনেকটাই। দিনকয়েক আগে ‘বিপ’ টেস্টে ১১.৪ পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন এখনকার অনেক তরুণকেও! ‘বিপ’ টেস্টে ১১ থেকে ১৩ পয়েন্টের মধ্যে থাকলে ডাক্তারি ভাষায় বলা হয় ফিটনেস ‘খুব ভালো’।

এখন মাঠে পারফর্ম করে নিজেকে প্রমাণের পালা। জাতীয় দলে ফেরার ‘প্রথম দরজা’ খুলেছে এইচপির প্রস্তুতি ম্যাচে থাকার মাধ্যমে। চার দিনের এই ম্যাচে ভালো করতে পারলে সম্ভাবনা আরও জোরদার হবে তার। সুবর্ণ সুযোগটা তাই কোনোভাবেই নষ্ট করতে চান না ডানহাতি ব্যাটসম্যান। বাংলা ট্রিবিউনকে আশরাফুল বলেছেন, ‘যে কোনও মূল্যে জাতীয় দলে ফিরতে চাই। তবে চাইলেই তো হবে না, এজন্য আগে আমাকে ফিটনেস প্রমাণ করতে হবে। পারফর্ম করলে জাতীয় দলে ফিরতে পারব। আশা করি এখানে ভালো করতে পারব। নির্বাচকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।’

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইচপির স্কোয়াডে আশরাফুলের থাকার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এইচপি দুই দলে ভাগ হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবে। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার, ‘এ’ দলে থাকা ক্রিকেটার ও এইচপি টিমে থাকা সদস্যের নিয়ে এই দুটি দল গঠন করা হয়েছে।

একটি ‘সবুজ দল’, অন্যটি ‘লাল দল’। লাল দলের হয়ে খেলবেন আশরাফুল। তার সঙ্গে এই ম্যাচে খেলবেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, আল-আমিন, নুরুল হাসান সোহান।
আশরাফুলের সুযোগ পাওয়াটা বিস্ময়করই। নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা। তাই এইচপি দলে জায়গা পাওয়াটা আশরাফুলের জন্য দারুণ এক সুযোগ হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ম্যাচে আশরাফুল কেমন করে, সেই দিকে দৃষ্টি থাকবে নির্বাচকদের।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িয়ে আট বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। আপিলের পর সেই সাজা কমে দাঁড়ায় পাঁচ বছর। দুই বছর আগে বিপিএল ছাড়া অন্যান্য ঘরোয়া আসরে খেলার ছাড়পত্র পান তিনি।

স্কোয়াড:

লাল দল: সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, খালেদ আহমেদ, আবু জায়েদ, তানভীর হায়দার, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।

সবুজ দল: ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মাইদুল ইসলাম, কামরুল ইসলাম, এবাদত হোসেন, জুবায়ের হোসেন, ইফতেখার সাজ্জাদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!