X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মুশফিক দলের একজন যোদ্ধা’

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬

‘মুশফিক দলের একজন যোদ্ধা’ বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলতে কী দুর্দান্ত ইনিংসই না খেললেন মুশফিকুর রহিম! শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরাও তিনি। অথচ পাঁজরে ব্যথা ছিল তার। সব অস্বস্তি পেছনে ফেলে অসাধারণ পারফর্ম করা মুশফিকের প্রশংসায় উচ্ছ্বসিত কোচ স্টিভ রোডস।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ১৪৪ রান মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস। প্রথম ওভারে দুই উইকেট নেই, দ্বিতীয় ওভারে কব্জিতে ব্যথা পেয়ে তামিম ইকবাল মাঠের বাইরে—বাংলাদেশ রীতিমতো ধুঁকছিল। ঠিক তখনই মোহাম্মদ মিঠুনের সঙ্গে মুশফিকের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা, ২৬১ রানের সম্মানজনক সংগ্রহ গড়ে পেয়েছে ১৩৭ রানের জয়।

মুশফিকের এই ইনিংস দেখে মুগ্ধ রোডস, ‘মুশফিক দলের একজন যোদ্ধা। সব সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য নিজের সেরাটা দিতে চায়। সেদিন মুশফিকের ব্যাটিং ছিল অবিশ্বাস্য। এটা আমার দেখা অন্যতম সেরা ওয়ানডে ইনিংস। কারণ তার ওপর চাপ ছিল। অবশ্য মিঠুনও দারুণ সমর্থন দিয়েছে। আশা করি, সামনের ম্যাচেও এমন আরও জুটি আমরা দেখতে পাবো।'

বিশাল জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান ছিলেন অনুজ্জ্বল। আঙুলের চোটের সঙ্গে লড়াই করা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ব্যাট করতে নেমে বোল্ড হয়ে যান প্রথম বলেই। বল হাতেও তেমন সুবিধা করতে পারেননি, মাত্র এক উইকেট নিয়েছেন। তবে সাকিবের পারফরম্যান্সে হতাশ নন বাংলাদেশের কোচ, ‘আপনারা সবাই জানেন অস্ত্রোপচার করাতে হবে এমন আঙুল নিয়ে খেলছে সাকিব। শতভাগ ফিট না হলেও নিজের সেরাটা দিচ্ছে বাংলাদেশের জন্য।’  

ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ফর্ম নিয়ে তামিম খেলতে এসেছিলেন এশিয়া কাপে। কিন্তু মাত্র ৪টি বল খেলে কব্জির চোট নিয়ে ফিরে গেছেন দেশসেরা  ওপেনার। তামিমের বিদায়ে ভীষণ হতাশ রোডস, ‘তামিমকে হারানো আমাদের জন্য বড় ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সেজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে।’

দলের তরুণদের ওপর আস্থা রেখে তিনি আরও বলেছেন, ‘মুমিনুল, শান্ত, আরিফুলরা মাঠে নামতে মুখিয়ে আছে। আমি নিশ্চিত, দলে সুযোগ পেলে তারা নিজেদের সেরাটাই দেবে।’

/আরআই/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি