X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ১৬২ রানে গুটিয়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:০০

ভারত প্রায় সময়ই উইকেট উদযাপন করেছে এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান। মঙ্গলবার দুবাইয়ে ভারতের বোলিং আক্রমণে তারা ৪৩.১ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে।

বড় ম্যাচ বলে ২৮০’র উপর স্কোর বোর্ডে জমা করতে চেয়েছিলেন সরফরাজ আহমেদ। টস জয়ের পর ব্যাটিং নিয়ে পাকিস্তানি অধিনায়ক এমন প্রত্যাশার কথা জানালেও ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব পালন করতে পারলেন না।

শুরুতেই ধাক্কা খেয়ে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাবর আজম ও শোয়েব মালিকের ব্যাটে। তাদের পঞ্চাশ ছুঁই ছুঁই ইনিংসই হলো কেবল বলার মতো। তাদের হাফসেঞ্চুরি না হওয়ার আক্ষেপের সঙ্গে অন্যদের ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে ২০০ রানের ধারেকাছেও যেতে পারেনি পাকিস্তান।

ভুবনেশ্বর কুমার তার টানা দুই ওভারে সাজঘরে ফেরান পাকিস্তানের ওপেনারদের। হংকংয়ের বিপক্ষে ৫০ রানে অপরাজিত থাকা ইমাম উল হকের ব্যাট ছুঁয়ে বল ধরা পড়ে মহেন্দ্র সিং ধোনির গ্লোভসে। মাত্র ২ রানে আউট হন তিনি। ৯ বল খেলেও রানের খাতা না খুলে ফখর জামান বোল্ড হন ভুবনেশ্বরের কাছে।

মাত্র ৩ রানে ২ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়ায় মালিক ও বাবরের পঞ্চাশ ছাড়ানো জুটিতে। বাবরকে ৪৭ রানে বোল্ড করে ব্র্রেকথ্রু আনেন কুলদ্বীপ যাদব, ভেঙে যায় ৮২ রানের জুটি।

কিছুক্ষণ পর হার্দিক পান্ডিয়া বল করতে গিয়ে কোমড়ের চোট পেলে ধাক্কা খায় ভারত। যদিও তার বদলি নামা ফিল্ডার মনীষ পান্ডে বাউন্ডারি সীমানার কাছে দুর্দান্ত এক ক্যাচ ধরে সরফরাজকে (৬) সাজঘরে পাঠান। উইকেটটি নেন কেদার যাদব।

তার কিছুক্ষণ আগে ভুবনেশ্বরের হাতে জীবন পান মালিক। কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারেননি রান আউট হলে। অম্বতি রাইডু দারুণ থ্রোতে নন স্ট্রাইকার প্রান্তে তিনি পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন। ৪৩ রানের ইনিংস খেলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে থামেন মালিক।

১২১ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। আসিফ আলী ৯ ও শাদাব খান ৮ রানে কেদারের বলে ধোনির ক্যাচ হন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির শক্ত হাতে ওই ধস থামালেও বেশিদূর এগোতে পারেননি। তাদের ৩৭ রানের জুটি ভাঙতেই শেষ হয় সব প্রতিরোধ।

টানা তিন ওভারে ৪ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় পাকিস্তান। জশপ্রীত বুমরাহ টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে তাদের ১৬২ রানে অলআউট করেন। মাঝের ওভারে ভুবনেশ্বর পান তার তৃতীয় উইকেট। আমির অপরাজিত ছিলেন ১৮ রানে। ফাহিম করেন ২১ রান।

ভুবনেশ্বর ও কেদার পেয়েছেন ৩টি করে উইকেট। দুটি নেন বুমরাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!