X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সবার চাওয়াতেই সূচি বদলেছে: বিসিবি সভাপতি

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়া কাপ টুর্নামেন্টের মাঝপথেই সূচি বদল বিতর্কের জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। জোর গুঞ্জন সুপার ফোরে ভারতের দাবি মেনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এমন উদ্যোগ! বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেখানে হতাশা প্রকাশ করেছেন সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টিকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে! তবে এসিসির কাছে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে বিসিবি।

বৃহস্পতিবার আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বসে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটিতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। এক ফাঁকে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানান তিনি। চলতি মাসের ৩০ তারিখে এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া পাপন বললেন, ‘আমরা লিখিতভাবে জানতে চেয়েছি কেনো এরকম করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন রানার্সআপ নিয়ে কিছু নেই। কাল (শুক্রবার) কোথায় খেলবো এটা জানা নিয়ে জটিলতা ছিলো। আজকের খেলার পর সূচি জানা লাগতো। আগে থেকে জেনে যাওয়াটা ভালো।’

টুর্নামেন্ট শুরুর আগে ভারতের পর পর দুই ম্যাচ পড়ে যাওয়ায় বিসিসিআই ক্ষোভ জানিয়েছিল। প্রয়োজনে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিল। কিন্তু বিসিবি সভাপতি পাপন জানালেন সব দলের চাওয়াতেই এমনটি করা হয়েছে, ‘সকলের চাওয়াতেই এটা করা হয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন জটিলতা এড়াতে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটা টিম ফাইনাল হয়ে যাওয়ার পরই মূলত সিদ্ধান্ত হয়।’

তাহলে ঠিক কী কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে- এমন প্রশ্নে মূল প্রসঙ্গ বাদ দেন বিসিবি প্রধান। তবে ভারতের বিষয়ে একমত হলেন না, ‘ভারতের সুবিধা নয়। ভারতের শর্ত ছিলো ওরা দুবাইতে খেলবে। এ কারণেই খেলা হচ্ছে দুবাইয়ে।’

আগের দিন অনুশীলনে মাশরাফি ঠিকই ক্ষোভ প্রকাশ করেন এসিসির এমন সিদ্ধান্তে, ‘পাগলও তো এভাবে সূচি বদল মেনে নেবে না। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আমরা কিনা গ্রুপ রানার্স-আপ! তাহলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার ম্যাচ! অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের মূল্য আছে। গ্রুপ ম্যাচ বলেন বা যা-ই বলেন, একটা নিয়ম থাকে টুর্নামেন্টের। কিন্তু আমরা নিয়মের বাইরে চলে যাচ্ছি, আর এটাই হতাশাজনক।’

পুরনো ফরম্যাট অনুযায়ী আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এরপরেই নির্ধারিত হওয়ার কথা সুপার ফোর। অথচ একদিন আগে সুপার ফোরের ফিক্সচার চূড়ান্ত হয়ে গেছে! আফগানদের হারিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও রানার্সআপ হয়ে সুপার ফোরে খেলতে হচ্ছে ভারতের বিপক্ষে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের