X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম, আপনাকে মিস করছি’

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২

তামিমের সুস্থতা কামনায় প্রবাসী এক ভক্ত। ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম, আপনাকে মিস করছি’ এখন এমন চাওয়া গোটা বাংলাদেশি সমর্থকদের। প্রবাসীদের চাওয়াও এর বাইরে নয়। তপ্ত রোদে আবুধাবির গ্যালারিতে উল্লাসে মাতছেন বাংলাদেশি সমর্থকরা। সাকিব-আবু হায়দারদের এক একটি উইকেট, আর তাতেই গ্যালারিতে উৎসবের আনন্দ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শহরের একপ্রান্তে হলেও শেখ জায়েদ স্টেডিয়ামে মরুভূমির মাঝে। এর এক পাশে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। বাকি তিনপাশে বিস্তর ধু ধু প্রান্তর। তবে এই স্টেডিয়ামের পাশে গড়ে উঠেছে রাগবি, ফুটবল, ব্যাডমিন্টনহ বেশ কিছু মাঠ। অনেকটা ফ্লাইং সসারের আদলে বানানো হয়েছে এই স্টেডিয়াম। আবুধাবির মূল শহর থেকে বেশ কিছুটা দূরে স্টেডিয়ামের অবস্থান। সবকিছু মিলিয়ে তাই প্রবাসী ক্রিকেট ভক্তদের জন্য স্টেডিয়ামে আসাটা বেশ কঠিনই ছিল।

তারপরও প্রিয় দলকে সমর্থন জানাতে দূর–দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রবাসীরা। তাদেরই একজন ফেনীর আরিয়ান আরিফ। স্টেডিয়ামে ঢোকার পথে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তামিমের সুস্থতা কামনা করছেন প্রবাসী এই ক্রিকেট ভক্ত।

আন্তর্জাতিক অনেক স্টেডিয়ামের চেয়ে সৌন্দর্য্যের দিক থেকে কমতি নেই শেখ জাহেদ স্টেডিয়ামের। তবে মাঠের মিডিয়া প্রান্ত বাদে আর কোথায়ও নেই ছাউনি। সেদিক থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট অনেকটাই দর্শকদের কথা চিন্তা করে বানানো। আবুধাবির এই তপ্ত গরম সহ্য করে বাংলাদেশের সমর্থকরা রুবেল-রনিদের সমর্থন জুগিয়ে গেছেন বোলিংয়ের পুরোটা সময় জুড়ে। মরুর বুকে দাঁড়িয়ে এক সেকেন্ডের জন্য ক্লান্ত হননি তারা।

প্রবাসী সমর্থক আরিফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কষ্টের কিছু নেই। বিদেশে থাকি, কতো কষ্টইতো করি। এখানে বাংলাদেশ প্রথম খেলতে এসেছে, ম্যাচটা না দেখে কী করে থাকি। তাইতো ছুটি নিয়ে খেলা দেখতে এসেছি।’

তামিমের পাঁড় ভক্ত আরিফ। তামিমকে ছাড়া বাংলাদেশের ব্যাটিং শক্তি অনেকটা কমে যাবে বলে মনে করেন এই তিনি, ‘তামিম ভাই নেই। খুব খারাপ লাগছে। তার না থাকা আমাদের ব্যাটিং বিভাগকে দুর্বল করে ফেলবে। তারপরও আশা করি সবাই ভালো খেলে তামিম ভাইয়ের অভাব পূরণ করবে। আর তামিম ভাইও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে।’

দুই দেশের ভক্তই মাতাচ্ছেন স্টেডিয়াম।

আরিফের মতো হাজার হাজার বাংলাদেশি ক্রিকেট ভক্ত কাজ ফেলে দলকে সমর্থন জানাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ছুটে এসেছেন। তাদের আনা পতাকায় শেখ জাহেদ স্টেডিয়ামের গ্যালারি লাল-সবুজ হয়ে উঠেছে। ১৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম দশ হাজার দর্শকে ভরপুর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশি সমর্থকদের মাঝে গুটিকয়েক আফগান সমর্থকও রয়েছে। বাংলাদেশের সমর্থকদের উল্লাসে আফগান সমর্থকরা অনেকটাই কোনঠাসা! যদিও বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি সমর্থকদের সুনাম আবুধাবিতেও অব্যাহত আছে। পাশাপাশি বসে দুই দলের সমর্থকরা নিজ নিজ দলের পতাকা হাতে দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন।

বাংলাদেশে থেকে ৩০ জনের দুটি দল বাংলাদেশেকে সমর্থন জানাতে এসেছেন। দুবাইয়ের গ্যালারির মতো আবুধাবির গ্যালারিও মেতে উঠেছে তাদের উচ্ছ্বাসে। টাইগার শোয়েব খ্যাত শোয়েব আলী দলে যেখানেই যান ছুটে চলেন পেছন পেছন। গরমের মধ্যে গ্যালারিতে কিছুক্ষণ পর পরই গর্জন তুলছেন শোয়েব। তার গর্জনে গ্যালারির এক পাশ যেন কেঁপে উঠছে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া