X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শুরুতেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯

কিছুই করতে পারেননি লিটন দাস ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরোতে পারলেন না লিটন দাস। আবারও হতাশ করেছেন তিনি। তার বিদায়ের পর আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও ফিরে গেছেন দ্রুত। শুরুর জোড়া আঘাতে বাংলাদেশের স্কোর ৫.১ ওভারে ২ উইকেটে ১৬ রান।

এশিয়া কাপে ওপেনিং দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন যাত্রা শুরু করেছিলেন লিটন। যদিও সুবর্ণ সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানের পর আফগানিস্তানের বিপক্ষে করেন ৬ রান। ভারতের বিপক্ষেও একই হাল এই ওপেনারের। মাত্র ৭ রান করে ফিরে গেছেন তিনি। ভুবনেশ্বর কুমারের শর্ট বলে পুল করতে গিয়ে ধরা পড়েন কেদার যাদবের হাতে।

লিটনের মতো একই অবস্থা তার ওপেনিং সঙ্গী নজামুল হোসেন শান্তর। তামিম ইকবালের ইনজুরিতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি আফগানদের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে। তবে ভারতের বিপক্ষে পেয়েছিলেন আরেকটি সুযোগ। যদিও এবারও ব্যর্থ ২০ বছর বয়সী তরুণ। লিটনের আউটের পরপরই জসপ্রিৎ বুমরাহর শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৭ রান করে।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে খেলার পরদিনই আবার মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। টানা দুদিন খেলার ধকল সামলানোও টাইগারদের জন্য চ্যালেঞ্জের। তাছাড়া আফগানদের বিপক্ষে হেরে যাওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার ব্যাপার তো থাকছেই ভারতের বিপক্ষে।

আফগানিস্তান ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন সেঞ্চুরি দিয়ে এশিয়া কাপ শুরু করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন মুমিনুল হক। পরিবর্তন আছে আরও একটি। আফগানদের বিপক্ষে অভিষেকে বল হাতে আলো ছড়ানো আবু হায়দারের জায়গা হয়নি একাদশে। বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমান ফেরায় কপাল পুড়ছে এই পেসারের।

ভারতের একাদশে একটি পরিবর্তন প্রত্যাশিতই ছিল। পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া হার্দিক পান্ডিয়ার টুর্নামেন্টই শেষ হয়ে গেছে। তার জায়গায় বাংলাদেশের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিৎ বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা