X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফুটবলের কালো দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

গ্রেফতারের পর দড়িতে বাঁধা চার ফুটবলার ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর ফুটবল ইতিহাসের এক কালো দিন। সেদিন মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।

ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) মোহামেডান এগিয়েছিল ১-০ গোলে। শেষ বাঁশির মিনিট দশেক আগে আবাহনীর অধিনায়ক কাজী আনোয়ারের জোরালো শট ধরে ফেলেন মোহামেডানের গোলকিপার মোহাম্মদ মহসিন। তবে আবাহনী দাবি করে, মহসিন গোল লাইনের ভেতর থেকে বল ধরায় সেটা গোল। রেফারি মনির হোসেন অবশ্য আবাহনীর দাবি মেনে নেননি। সহকারী রেফারি মহিউদ্দিন চৌধুরীর পরামর্শ শুনে তিনি রায় দেন মোহামেডানের পক্ষে।

এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে, দর্শকদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়ামে। মাঠের উত্তেজনা মাঠেই শেষ হয়নি। সেই রাতে গ্রেফতার হন আবাহনীর চার খেলোয়াড় কাজী সালাউদ্দিন, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, গোলাম রব্বানী হেলাল ও আনোয়ার। সামনে ছিল এশিয়ান গেমস, তাই ম্যাচের পর ফুটবলাররা যোগ দিয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। ক্যাম্প থেকেই আবাহনীর ফুটবলারদের গ্রেফতার করে পুলিশ। আবাহনী ক্লাব থেকে আটক হন দুই শ্রীলঙ্কান পাকির আলী আর অশোকাও। পরদিন সকালেই অবশ্য শ্রীলঙ্কান দূতাবাসের সহায়তায় মুক্তি পান তারা।

কিন্তু সালাউদ্দিন-চুন্নুদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। আনোয়ার ও হেলালকে ছয় মাস এবং চুন্নু ও সালাউদ্দিনকে দেওয়া হয় তিন মাসের কারাদণ্ড। আনোয়ার ও হেলালকে রাজশাহী কারাগারে এবং চুন্নু ও সালাউদ্দিনকে পাঠানো হয় যশোর কারাগারে। অবশ্য ১৭ দিন পরই মুক্তি পান চার ফুটবলার।

সেই দুঃখজনক ঘটনা আজও তাড়া করে ফেরে চুন্নুকে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের ন্যায্য গোল বাতিল হওয়ার পর মাঠে সংঘর্ষ হয়। সেই রাতে পুলিশ আমাদের গ্রেফতার করে। আমার মনে হয় না ফুটবল খেলে কেউ কোনও দিন জেল খেটেছে। সেই সময়ের কথা চিন্তা করতেই কেমন জানি লাগে!’

পাকির আলীও ভুলতে পারেন না সেই দুঃখ, ‘ক্লাবে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে পুলিশ এসে থানায় নিয়ে যায়। তখন মনে হচ্ছিল আমরা বুঝি অপরাধী। সেই প্রথম পুলিশের হাতে আটক হয়েছিলাম। ফুটবল খেলে জেলে যাওয়া সত্যি অকল্পনীয়।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা