X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘কম বয়সে আমরাও বীর পালোয়ান ছিলাম না’

রবিউল ইসলাম, দুবাই থেকে
২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩

সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহই বাংলাদেশের সাফল্যের রূপকার বাংলাদেশের ক্রিকেটে সাফল্য মানেই পঞ্চপাণ্ডবের জ্বলে ওঠার গল্প। ‘পঞ্চপাণ্ডব’ মানে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ। গত কয়েক বছরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এলেও সাফল্যের জন্য আজও পাঁচ তারকার দিকে তাকিয়ে থাকে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান ছিল মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর।

এশিয়া কাপে তরুণরা এ পর্যন্ত আস্থার প্রতিদান দিতে পারেননি। প্রথম ম্যাচে মোহাম্মদ মিঠুনের ৬৩ রান ছাড়া বলার মতো ইনিংস কারও নেই। দুই ওপেনার লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর ব্যর্থতায় তো টুর্নামেন্টের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার।

তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দিন দিনই প্রশ্নের মুখে। সাকিব অবশ্য তরুণ সতীর্থদের পাশেই আছেন দুঃসময়ে। শনিবার টিম হোটেলে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তরুণদের ওপর একটু বেশিই চাপ দিচ্ছি, যে কারণে ওদের ভালো করার সম্ভাবনা কমে যাচ্ছে। আপনারা সব সময় আমাদের পাঁচ জনকে নিয়ে আলোচনা করেন। তবে কম বয়সে আমরাও বীর পালোয়ান ছিলাম না। গত চার বছরে হয়তো কিছু করেছি। কিন্তু তার আগের ৬/৭ বছরে আমরাই বা কতটা ভালো খেলেছি! নতুন নতুন পরিস্থিতিতে মানুষ শেখার সুযোগ পায়। আমরা তরুণদের সেভাবে সুযোগ দিতে পারছি না, তাই ওদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে।’

রবিবারের ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে নানা গুঞ্জন চলছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে ইমরুলের ওপেন করার জোরালো সম্ভাবনা। ‘টুর্নামেন্টের মাঝপথে সৌম্য-ইমরুলের অন্তর্ভুক্তিকে কীভাবে দেখছেন?’ সাকিবের উত্তর, ‘এটা একটু অস্বাভাবিক। সাধারণত এমন হয় না। তবে দলের প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে।’

ছন্দে না থাকা সৌম্য-ইমরুলের সাফল্য নিয়ে সাকিব অবশ্য আশা-নিরাশার দোলাচলে। এ সম্পর্কে তার মন্তব্য, ‘দেখা যাক, তারা দলের সঙ্গে মানিয়ে নিতে পারে কিনা। কারও না কারও ওপরে তো ভরসা রাখতেই হবে। আমি আশাবাদী, তারা দলের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন