X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ম্যানসিটি-লিভারপুলের বড় জয়, ম্যানইউর হোঁচট

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১

লিওঁর কাছে চ্যাম্পিয়নস লিগ হারের হতাশা অনেকখানি কাটাল ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে তারা উড়িয়ে দিলো কার্ডিফ সিটিকে। আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড টানা দুটি জয়ের পর হোঁচট খেয়েছে উলভসের বিপক্ষে। লিভারপুল তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ষষ্ঠ ম্যাচেও।

মাহরেজকে দিয়ে গোল করালেন গুন্দোগান কার্ডিফকে উড়িয়ে দিলো ম্যানসিটি

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে লিওঁর কাছে ২-১ গোলে হেরে যায় স্বাগতিক ম্যানসিটি। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে তারা নেমেছিল কার্ডিফের মাঠে। ৫-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সেটা পুনরুদ্ধার করল পেপ গার্দিওলার শিষ্যরা।

২৭ মিনিটে সের্হিয়ো আগুয়েরোর শট কার্ডিফের ডিফেন্ডার প্রতিহত করার দুই মিনিট পর ইকে গুন্দোগানের চেষ্টা ক্রসবারের বেশ উঁচু দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরই গোলমুখ খোলে সিটিজেনরা। ৩২ মিনিটে বের্নার্দ সিলভার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন আগুয়েরো।

৩ মিনিট পর লেরয় সানের ক্রস থেকে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দ সিলভা। প্রথমার্ধে ফের্নান্দিনিয়ো সুযোগ নষ্ট করলেও ৪৪ মিনিটে রহিম স্টারলিংয়ের বানিয়ে দেওয়া বলে গুন্দোগান তৃতীয় গোল করেন। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধে মাঠে আরও আধিপত্য বিস্তার করে ম্যানসিটি। যদিও ৫৮ মিনিটে আগুয়েরো ও সানের সুযোগ নষ্ট হয়।

গুন্দোগান ম্যানসিটির চতুর্থ গোলে অবদান রাখেন রিয়াদ মাহরেজকে দিয়ে। লিস্টার সিটির সাবেক ফরোয়ার্ড ৬৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন। সিটিজেনদের হয়ে ষষ্ঠ ম্যাচে এসে গোলখরা কাটান মাহরেজ। শুধু তাই নয়, ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলজেরিয়ান এই তারকা।

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে ম্যানসিটি।

গোল উদযাপন করছে লিভারপুলের খেলোয়াড়রা লিভারপুলের ইতিহাস

প্রায় দুই মাস পর লিগে প্রথম গোল করলেন মোহাম্মদ সালাহ। তার গোল খরা কাটানোর দিনে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তাতে লিগে ৬ ম্যাচের সবগুলো জিতে চেলসিকে টপকে শীর্ষস্থান দখল করল তারা। এই জয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার মৌসুমের শুরুতে টানা ৭ ম্যাচ জিতল লিভারপুল। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে হারায় তারা।

১০ মিনিটে ওয়েসলে হোয়েটের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। জারদান শাকিরির শট সাউদাম্পটন গোলরক্ষক শেন লংকে আঘাত করে ফিরে গেলে ডাচ ডিফেন্ডার ভুল করে নিজেদের জালে বল জড়ান। ১১ মিনিট পর কর্নার থেকে জোয়েল মাতিপের হেডে ২-০ করে লিভারপুল।

গত দুটি লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়া সালাহ প্রথমার্ধের ইনজুরি সময়ে লক্ষ্যভেদ করেন। শাকিরির ফ্রি কিক গোলপোস্টে লেগে ফিরে এলে মৌসুমের তৃতীয় গোল করেন মিশরীয় ফরোয়ার্ড।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর মতো কিছু করতে পারেনি সাউদাম্পটন। তাতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে লিভারপুল। ২ পয়েন্ট পিছিয়ে থাকা চেলসি তাদের ছোঁয়ার লক্ষ্যে রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে।

ম্যানইউর জার্সিতে গোল উদযাপন করলেন ফ্রেড ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর হোঁচট

ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এবার তাদের নগর প্রতিদ্বন্দ্বীকেও জিততে দিলো না নবাগত দলটি। ১৮ মিনিটে ফ্রেডের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। কিন্তু ৫৩ মিনিটে জোয়াও মুতিনহোর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় লিগে গত দুটি ম্যাচ জেতা ইউনাইটেডকে।

৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পেছনে হোসে মরিনহোর দল। ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ম্যানইউ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ