X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৭

দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ বাংলাদেশকে আরেকটি ব্যাটিং লজ্জা দেওয়ার প্রস্তুতি যখন নিচ্ছে আফগানিস্তানের বোলাররা, ঠিক তখন এগিয়ে এলেন মাহমুদউল্লাহ। এশিয়া কাপের আগের তিন ম্যাচে যার সর্বোচ্চ রান ২৭, তিনিই সব চাপ তুলে নিলেন কাঁধে। উপযুক্ত সঙ্গ পেলেন ইমরুল কায়েসের কাছ থেকে। তারপর তো চেপে বসলেন আফগান বোলারদের ঘাড়ে। সত্যিকারের একজন ‘সাইলেন্ট কিলার’ হয়ে গেলেন তিনি মহাগুরুত্বপূর্ণ সময়ে। তাতে আরেকবার ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

‘সাইলেন্ট কিলার’ নামটা মাহমুদউল্লাহর সঙ্গে খুব একটা বেমানান নয়। অনেক বড় বড় জয়ে অবদান রাখলেও কখনোই আলোয় থাকেন না তিনি। নীরবেই সবার অলক্ষ্যে নিজের কাজটা করে যান! দলের বিপদে ইনিংস মেরামত করায় মাহমুদউল্লাহর জুড়ি নেই। তার ভক্তরা তাই তো তাকে ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে ডাকে।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে নিজের নামটা রেকর্ড বুকে তোলার পরও মাহমুদউল্লাহ পার্শ্বনায়ক হয়েই আছেন। গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের সঙ্গে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে সেমিফাইনালে তোলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এমন অনেক বড় বড় জয়ে অবদান রেখেছিলেন তিনি। তবুও আফগানদের বিপক্ষে এই ম্যাচ নিয়ে ১৬০ ওয়ানডে খেলা মাহমুদউল্লাহ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মাত্র পাঁচবার!

ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রবিবার জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। টানা দুই ম্যাচ হেরে আফগানদের বিপক্ষে আত্মবিশ্বাসের তলানিতে থাকা বাংলাদেশের জন্য এই জয়টা সহজে আসেনি। তবে ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ এবং নানা প্রতিকূলতার মধ্যে থেকে ম্যাচ খেলা ইমরুলের ব্যাটিংয়ে ভর করেই গুরুত্বপূর্ণ এই জয়টা এলো। এখন পাকিস্তানের বিপক্ষে আগামী বুধবারের ম্যাচটি সেমিফাইনালে পরিণত হয়েছে। ওই ম্যাচে যারা জিতবে, তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ের ম্যাচই যেন ফিরে এলো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। সেদিনের মুশফিক-মিঠুনের দায়িত্ব আজ কাঁধে তুলে নিলেন মাহমুদউল্লাহ-ইমরুল। মুশফিক হয়ে উঠলেন মাহমুদউল্লাহ, মিঠুন হয়ে উঠলেন ইমরুল। আর তাতেই বাংলাদেশের ফাইনাল খেলার পথটা খোলা থাকলো। মাহমুদউল্লাহর গল্পটা এখানেই শেষ নয়। মোহাম্মদ শাহজাদ ও হাসমতউল্লাহ শহীদীর অদম্য জুটিটি ৬৩ রানে ভেঙে দিয়ে বাংলাদেশকে স্বস্তিতে ফেরান। ওই মুহূর্তে জমে যাওয়া জুটি ভাঙার দায়িত্বটা তুলে নেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারের চতুর্থ বলটি আড়াআড়ি ভাবে লেগ স্টাম্পে আঘাত করলে শাহজাদের ৫৩ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।

শুধু ব্যাট-বলেই নয়, ফিল্ডিংয়ে নিজেকে উজার করে দিয়েছেন দলের নীরব এ যোদ্ধা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আসগর স্ট্যানিকজাইকে দারুণ এক ক্যাচে সাজফরে ফেরান মাহমুদউল্লাহ।

যদিও আফগানের পিঠে শেষ পেরেকটা মারেন মোস্তাফিজ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৮ রান। সেই রানটা টপকাতে দেননি মোস্তাফিজ। তার শেষ ওভার থেকে এসেছে ৪ রান। আর তাতেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি ৩ রানে জেতে বাংলাদেশ। নায়ক মাহমুদউল্লাহ এবং পার্শ্বনায়ক ইমরুলকে ছাপিয়ে শেষ মুহূর্তে ম্যাচ জয়ের নায়ক বলা যায় মোস্তাফিজকে।

তবে তিন বিভাগে দারুণ পারফরম্যান্স করায় স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মাহমুদউল্লাহর হাতে।

মাহমুদউল্লাহ যদি হন নায়ক, তবে ইমরুল অবশ্যই পার্শ্বনায়ক। খুলনা থেকে রওনা হয়ে শনিবার মধ্যরাতে দুবাই পৌঁছান তিনি। দুপুরের আগেই ১৪০ কিলোমিটার পাড়ি দিয়ে আবুধাবিতে ম্যাচ খেলতে আসেন ইমরুল। একদমই প্রতিকূল অবস্থা থেকে তিনি অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন, যা আফগানিস্তানের সঙ্গে লড়াই করার পুঁজি এনে দেয় বাংলাদেশকে। এ ইনিংসটা ইমরুলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টও হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে এমন এক চমত্কার ইনিংসের পর তাকে নিয়ে নতুন করে হয়তো ভাববে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান