X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে খেলার অনুমতি মিললো সিকান্দার রাজার

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

সিকান্দার রাজা। বিবাদ মিটিয়ে ফেলায় জাতীয় দলে প্রবেশের দুয়ার খুললো সিকান্দার রাজার। তাই আগামী মাসে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে দেখা যাবে মারকুটে এই ব্যাটসম্যানকে। এতদিন কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে ছিলো দুই পক্ষ।

ইংল্যান্ডে কোনও এনওসি না নিয়ে যাওয়ার পর থেকে রাজার ওপর ক্ষুব্ধ ছিলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। পরে আবেদন করলেও বোর্ড তা বাতিল করে দিয়েছিল। বরং তারা ছিল আরও শক্ত অবস্থানে। এমনকি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চুক্তিটিও বাতিল করা হয়েছিল। এরপরেই কেন্দ্রীয় চুক্তি বাতিল হয়ে যায় রাজার।

বোর্ডের এমন আচরণে রাজাও টুইট করে বসেন সঙ্গে সঙ্গে। টুইটারে জানান, তার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে বিবেচিত হবেন না। তবে জাতীয় দলে খেলতে নিজের প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়েছিলেন।

সেই ঘটনার রেশ ধরে শুক্রবার বোর্ডের সঙ্গে সভায় বসেন রাজা। নিজের কৃতকর্মের জন্য সরাসরি ক্ষমা চেয়েছেন বোর্ডের কাছে। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে নিজের অবস্থানটিও স্পষ্ট করেন। এরপরেই নির্বাচকরা তাকে বাংলাদেশ সফরের জন্যে বিবেচনায় নেন। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তিনি থাকছেন না।

সুখবরের পর বিস্তারিত জানিয়ে রাজা বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার চলমান অবস্থার নিষ্পত্তি হয়েছে। এখন সব কিছু পেছনে ফেলে আমি মনোযোগ দিয়ে নিজের ক্রিকেটটা খেলতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!