X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পেরে গর্বিত সুজন

রবিউল ইসলাম, দুবাই থেকে
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৪

খালেদ মাহমুদ সুজন নর্দাম্পটন, নাকি মুলতান? খালেদ মাহমুদের দুটি ছবি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখনো স্মৃতির ভেলায় ভাসায়। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাস্পটনে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর নায়ক সুজন। ম্যাচটি জিতে বীর বনে যান মাশরাফিদের বর্তমান টিম ম্যানেজার। অন্য ছবিটি ২০০৩ সালে মুলতান টেস্টে। সেটাও পাকিস্তানের বিপক্ষে। মুলতান টেস্টে ইনজামাম-উল হকের অপরাজিত ১৩৮ রানের দৃঢ়তায় ১ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে কান্নার সাক্ষী হয়েছিলেন সে বছর। এরপর বিসিবির সহকারী কোচ হয়ে ২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আরেকটি হারের সাক্ষী ছিলেন সাবেক অধিনায়ক।

বুধবার আবুধাবিতে তার সামনে আরও একবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার তিনি ম্যানেজার হিসেবে মাশরাফিদের সঙ্গে আছেন। অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান বধের স্মৃতিচারণ করলেন বাংলা ট্রিবিউনের কাছে।

পাকিস্তানকে হারিয়ে গোটা বাংলাদেশই তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। ইংল্যান্ড থেকে গোটা বাংলাদেশের জয়ের খবরটা ছড়িয়ে পড়তেই পুরো শহর রংয়ের উৎসবে মেতে ওঠে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ২৭ রান করার পর বল হাতে শহীদ আফ্রিদি, ইনজামাম উল হক ও সেলিম মালিককে ফিরিয়ে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সুজন সেই জয়ের স্মৃতিচারণ করে বললেন, ‘অন্যরকম আনন্দ ছিল। এই আনন্দতো ভাষায় প্রকাশ করার মতো না। সত্যিকার অর্থে আমি স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম। ম্যাচ সেরা হওয়াটাও আমার কাছে দারুণ ব্যাপার ছিল। আমি বড় মঞ্চে বাংলাদেশকে জেতাতে পেরেছি, এটা আমাকে গর্বিত করেছে।’

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের উল্লাসের মুহূর্ত। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে গর্ডন গ্রিনিজকে বরখাস্ত করে তৎকালীন বোর্ড। ম্যাচের আগে সুজন-পাইলটদের ব্যথিত করেছিল এমন খবর। মন খারাপ নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলো তারা। সুজন  সেই পরিস্থিতির কথা মনে করে বলেন, ‘ওই ম্যাচের আগের রাতের পরিস্থিতি অন্যরকম ছিল। বাংলাদেশ দল ছেড়ে গর্ডন (গর্ডন গ্রিনিজ)  চলে যাচ্ছে। অনুভূতিটা ভালো ছিল না। গর্ডন আমাদের সঙ্গে চার বছর ছিল। তার চলে যাওয়াটা মানতেই পারছিলাম না। দলের অনেকেই এটা মানতে পারছিল না। ম্যাচ নিয়ে সেভাবে ভাবিনি। তাই পাকিস্তানের সঙ্গে আমাদের টেনশনের কিছু ছিল না। আমাদেরতো হারানোর কিছু ছিল না। পাকিস্তানের সঙ্গে জিততে পারবো, এমন কোন স্বপ্নও ভাবনাতে ছিল না।’

গর্ডনের চলে যাওয়া তাতিয়ে দিয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেছেন, ‘কিছুটা কষ্টতো মনের মধ্যে ছিলই। তার চলে যাওয়ার দিনে ভালো করতে চেয়েছিলাম। এছাড়া প্রথমবারের মতো নতুন বলে বোলিং করেছি। এমনিতেই আমার বলে সুইং থাকে, নতুন বলে আরও সুইং পেয়েছিলাম। জায়গা মতো বল করাটা গুরুত্বপূর্ণ ছিল। কাজটা ঠিকমতো করতে পেরেছিলাম।’

ব্যাট হাতে ২২৩ রান করার পরই এক ধরনের আত্মবিশ্বাস চলে আসে বাংলাদেশ শিবিরে। সেই কথা স্মরণ করে সুজন বলেন, ‘ব্যাটিং ভালো হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ছিল। ফিল্ডিংয়ে নামার পর ভেবেছি, ভালো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও ভালো করতে হবে। দ্রুত কয়েকটা উইকেট পড়ে যাওয়াতে বিশ্বাস জন্মেছিল জিততে পারবোই।’

পাকিস্তানের বিপক্ষে পুরনো ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে বুধবারের ম্যাচে ফিরে আসলেন সুজন। বুধবারের ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করলেন এভাবেই, ‘বাংলাদেশের প্রত্যেকটা জয়ই অনেক আনন্দের। আজ জিততে পারলে আমিও গর্বিত হবো। ম্যাচটা যদি জিততে পারি আমরা এশিয়া কাপে তৃতীয় বারের মতো ফাইনাল খেলতে পারবো। এই অনুভূতি নিয়ে আবুধাবি যাচ্ছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এই মুহূর্তে আমার একটাই স্বপ্ন। কবে আমরা এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করব। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের ছেলেরা নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, এটাই বিশ্বাস করি। আমাদের সেই সক্ষমতা আছে। মাঠে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জেতা সম্ভব হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের