X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিঠুনের পর ইমরুলকেও হারাল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১

দারুণ এক ইনিংস খেলে আউট হলেন মিঠুন শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ফিফটির পর দুটি ম্যাচে দুই অঙ্কের ঘরে রান পাননি মোহাম্মদ মিঠুন। তবে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে আবারও উপযুক্ত সঙ্গ দিলেন মুশফিকুর রহিমকে। আরেকটি একশ ছাড়ানো জুটি গড়ার পর এই ডানহাতি ব্যাটসম্যান ফিরলেন ব্যক্তিগত ৬০ রানে। গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা ইমরুল কায়েস ইনিংসকে বড় করতে পারেননি।

৩৬.৩ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান বাংলাদেশের।

মুশফিককে নিয়ে ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন মিঠুন। এই টুর্নামেন্টে ও ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিও হাঁকান তিনি। হাসান আলীর নিচু বলে শট নিতে গিয়ে তাকে ফিরতি ক্যাচ তুলে দেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ১০ বলে ৯ রান করে শাদাব খানের কাছে এলবিডাব্লিউর শিকার হন ইমরুল।

মুশফিক-মিঠুনের ফিফটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আবারও ব্যাটিং বিপর্যয়, আবারও মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে ঘুরে দাঁড়ানো। পাকিস্তানের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারা দুজন।শ্রীলঙ্কার বিপক্ষেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বিপর্যয়ের পর এই জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

শতাধিক রানের অপরাজিত জুটি গড়ার পথে মুশফিক আগে হাফসেঞ্চুরি করেন। সবশেষ ৬৬ বলে মিঠুনও পেলেন ফিফটি।

পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন মুশফিক। ২০১৫ সালে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে ১০৬ ও ৬৫ রান করার পর ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। বুধবার আবুধাবিতে ১২ রানে বাংলাদেশ ৩ উইকেট হারালে আবার জ্বলে উঠলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬৮ বলে ৩০তম হাফসেঞ্চুরি করেছেন তিনি।

মুশফিক-মিঠুন নামার আগে টানা তিন ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, মুমিনুল হক ও লিটন দাস।

মুশফিক-মিঠুনের জুটিতে প্রতিরোধ

পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে সেটা কাটিয়ে ওঠেন তারা। দুজনে ক্রিজে থেকে শতাধিক রানের জুটি গড়েন।

শুরুতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

এশিয়া কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকারের জুটিতে ধীর শুরু করে বাংলাদেশ। কিন্তু টানা তিন ওভারে ৩টি উইকেট হারাল তারা। পাকিস্তানের বিপক্ষে বুধবার আবুধাবিতে ৪.২ ওভার শেষে ৩ উইকেটে ১২ রান তাদের।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ১২৭ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন সৌম্য। ঢাকার সেই অনবদ্য পারফরম্যান্সের সুখস্মৃতি নিয়ে লিটনের সঙ্গে এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে উদ্বোধনী জুটি গড়ার লক্ষ্য ছিল তার। কিন্তু জুনাইদ খানের দ্বিতীয় ওভারে ফখর জামানকে ক্যাচ দেন তিনি। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট তিনি। তারপর ক্রিজে নেমে পরের ওভারের চতুর্থ বলে একটি বাউন্ডারি মেরেছিলেন মুমিনুল হক। কিন্তু পরের বলেই বোল্ড হন মাত্র ৫ রান করে।

দ্বিতীয় উইকেট হারানোর তৃতীয় বলে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। জুনাইদ তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলে লিটনের অফ স্টাম্প উপড়ে ফেলেন। ১৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে সাকিবহীন বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ‘অলিখিত সেমিফাইনালে’ টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নেই সাকিব আল হাসান। আঙুলের পুরানো চোট ফিরে আসায় খেলছেন না এই শীর্ষ অলরাউন্ডার।

দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব ছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। শান্তর জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার। আর সাকিবের বদলে একাদশে মুমিনুল হক। রুবেল হোসেন এসেছেন অপুর জায়গায়।

পাকিস্তান দলে একটি পরিবর্তন। মোহাম্মদ আমিরের জায়গায় খেলছেন জুনাইদ খান।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহীন শাহ আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি