X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মুশফিকের ১ রানের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১

মুশফিকের ১ রানের আক্ষেপ নড়বড়ে নব্বইয়ের শিকার হলেন মুশফিকুর রহিম। এক রানের জন্য সেঞ্চুরি হলো না তার। শাহীন শাহ আফ্রিদির বলে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে সরফরাজ আহমেদের ক্যাচ হন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার বিদায়ের পর মাঠে নাাম মেহেদী হাসান মিরাজ ১২ রানে জুনাইদ খানের শিকার হন। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ৪৫.২ ওভারে ৭ উইকেটে ২২১ রান বাংলাদেশের।

শাহীনের বল ব্যাট ছুঁয়ে সরফরাজের হাতে ধরা পড়ার দুই বল আগেই একটি বাউন্ডারি মারেন মুশফিক। পাকিস্তানি উইকেটরক্ষক ডাইভ দিয়েও আটকাতে পারেননি। তবে দুই বল পর ঠিকই তাকে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক। ১১৬ বলে ৯ চারে সাজানো ছিল মুশফিকের ইনিংস। জুনাইদের বলে মিরাজ ক্যাচ দেন বদলি ফিল্ডার শান মাসুদকে।

বড় জুটি গড়ে ফিরলেন মিঠুন

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ফিফটির পর দুটি ম্যাচে দুই অঙ্কের ঘরে রান পাননি মোহাম্মদ মিঠুন। তবে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে আবারও উপযুক্ত সঙ্গ দিলেন মুশফিকুর রহিমকে। আরেকটি একশ ছাড়ানো জুটি গড়ার পর এই ডানহাতি ব্যাটসম্যান ফেরেন ব্যক্তিগত ৬০ রানে।

মুশফিককে নিয়ে ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন মিঠুন। এই টুর্নামেন্টে ও ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিও হাঁকান তিনি। হাসান আলীর নিচু বলে শট নিতে গিয়ে তাকে ফিরতি ক্যাচ তুলে দেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। কয়েক ওভার পর শাদাব খানের কাছে এলডিডাব্লিউ হয়ে ৯ রানে মাঠ ছাড়েন ইমরুল কায়েস।

মুশফিক-মিঠুনের ফিফটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আবারও ব্যাটিং বিপর্যয়, আবারও মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে ঘুরে দাঁড়ানো। পাকিস্তানের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারা দুজন শ্রীলঙ্কার বিপক্ষেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বিপর্যয়ের পর এই জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

শতাধিক রানের অপরাজিত জুটি গড়ার পথে মুশফিক আগে হাফসেঞ্চুরি করেন। সবশেষ ৬৬ বলে মিঠুনও পেলেন ফিফটি।

পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন মুশফিক। ২০১৫ সালে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে ১০৬ ও ৬৫ রান করার পর ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। বুধবার আবুধাবিতে ১২ রানে বাংলাদেশ ৩ উইকেট হারালে আবার জ্বলে উঠলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬৮ বলে ৩০তম হাফসেঞ্চুরি করেছেন তিনি।

মুশফিক-মিঠুন নামার আগে টানা তিন ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, মুমিনুল হক ও লিটন দাস।

মুশফিক-মিঠুনের জুটিতে প্রতিরোধ

পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে সেটা কাটিয়ে ওঠেন তারা। দুজনে ক্রিজে থেকে শতাধিক রানের জুটি গড়েন।

শুরুতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

এশিয়া কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকারের জুটিতে ধীর শুরু করে বাংলাদেশ। কিন্তু টানা তিন ওভারে ৩টি উইকেট হারাল তারা। পাকিস্তানের বিপক্ষে বুধবার আবুধাবিতে ৪.২ ওভার শেষে ৩ উইকেটে ১২ রান তাদের।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ১২৭ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন সৌম্য। ঢাকার সেই অনবদ্য পারফরম্যান্সের সুখস্মৃতি নিয়ে লিটনের সঙ্গে এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে উদ্বোধনী জুটি গড়ার লক্ষ্য ছিল তার। কিন্তু জুনাইদ খানের দ্বিতীয় ওভারে ফখর জামানকে ক্যাচ দেন তিনি। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট তিনি। তারপর ক্রিজে নেমে পরের ওভারের চতুর্থ বলে একটি বাউন্ডারি মেরেছিলেন মুমিনুল হক। কিন্তু পরের বলেই বোল্ড হন মাত্র ৫ রান করে।

দ্বিতীয় উইকেট হারানোর তৃতীয় বলে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। জুনাইদ তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলে লিটনের অফ স্টাম্প উপড়ে ফেলেন। ১৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে সাকিবহীন বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ‘অলিখিত সেমিফাইনালে’ টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নেই সাকিব আল হাসান। আঙুলের পুরানো চোট ফিরে আসায় খেলছেন না এই শীর্ষ অলরাউন্ডার।

দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব ছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। শান্তর জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার। আর সাকিবের বদলে একাদশে মুমিনুল হক। রুবেল হোসেন এসেছেন অপুর জায়গায়।

পাকিস্তান দলে একটি পরিবর্তন। মোহাম্মদ আমিরের জায়গায় খেলছেন জুনাইদ খান।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহীন শাহ আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়