X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তরুণদের ওপর সাকিবের আস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ২০:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:২৬

তরুণদের ওপর সাকিবের আস্থা জিম্বাবুয়ে সিরিজে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। দুই সিনিয়র ক্রিকেটারের অভাব পূরণ করা কঠিন। কিন্তু সাকিব নিজে মনে করেন, এশিয়া কাপে তাদের ছাড়া ভালো খেলে দল প্রমাণ করেছে তরুণদের ওপর আস্থা রাখা যায়।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ছিটকে যান তামিম। আর কনিষ্ঠা আঙুলের চোটে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি সাকিব। তাকে ছাড়াই অলিখিত সেমিফাইনাল খেলে ফাইনালে ওঠে বাংলাদেশ।

মাশরাফি মুর্তজারা যখন ফাইনাল খেলছিল তখন দেশে ফেরেন সাকিব। বাংলাদেশে এসেই অস্ত্রোপচার করাতে হয় তার আঙুলের। হাসপাতালে ভর্তি ছিলেন কয়েক দিন। কিছুটা সেরে ওঠার পর সপ্তাহখানেক আগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে মেলবোর্নে যান বাঁহাতি অলরাউন্ডার। এক সপ্তাহের চিকিৎসা শেষে দেশে ফিরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

দেশের মাটিতে পা রেখে বাংলাদেশকে নিয়ে আশার বাণী শোনালেন সাকিব, ‘আমি আশা করি বাংলাদেশ এখানে আরও ভালো করবে। আমাকে আর তামিমকে ছাড়া বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল খেলতে পারলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও না জেতার কোনও কারণ দেখি না।’

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে নতুন মুখ ফজলে রাব্বি। তাছাড়া অনেক দিন পর সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন। দলে সিনিয়র ক্রিকেটার বলতে কেবল মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। বলা চলে লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান ও নাজমুল হোসেনদের নিয়ে সাজানো তারুণ্য নির্ভর একটি দল মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

সাকিবের বিশ্বাস, এই তরুণরা এমন সুযোগ কাজে লাগিয়ে নিজেদের চেনাবে, ‘এটা আসলে খেলার অংশ। এক-দুইজন খেলোয়াড় সবসময় ফিট থাকে না, সবসময় খেলতেও পারবে না। নতুন খেলোয়াড়দের জন্য এটা দারুণ সুযোগ। আশা করি তারা সেটা কাজে লাগাতে পারবে এবং ভালো করবে। সত্যি কথা বলতে কারও জন্য কোনও কিছু থেমে থাকবে না।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!