X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সোনালী ট্রফি ঘিরে আশার আলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ১৮:০১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:০৬

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলে ক্রিকেটাররা দারুণ খুশি ‘এখন ট্রফি দেখে কী হবে। একবারে চ্যাম্পিয়ন হয়েই ট্রফির সঙ্গে ছবি তুলবো!’— কিছুটা মজা করে কথাটা বলছিলেন মাশরাফি মুর্তজা। ঘণ্টা দুয়েক পরে ফটোসেশনের সময় সত্যিই খুঁজে পাওয়া গেলো না ওয়ানডে অধিনায়ককে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সোনালী ট্রফি ঘিরে ক্রিকেটাররা যখন ছবি তোলায় ব্যস্ত, তখন সেখানে অনুপস্থিত মাশরাফি। সাকিব আল হাসান আর তামিম ইকবালও ছিলেন না।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্বকাপ ট্রফি চলে আসে মিরপুর স্টেডিয়ামে। ‘হোম অফ ক্রিকেটে’ স্বপ্নের ট্রফি গ্রহণের দায়িত্ব ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ওপর। এসময় তার সঙ্গে ছিল ইউনিসেফ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুরা।

এরপর বিশ্বকাপ ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা। এক সঙ্গে ছবি তোলার পর একে একে ট্রফি উঁচিয়ে ধরেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।

ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের স্মারক দেখে নান্নু কিছু আবেগাক্রান্ত। জাতীয় দলের সাবেক অধিনায়ক সংবাদ মাধ্যমকে বললেন, ‘ইনশাল্লাহ একদিন বিশ্বকাপ ট্রফি আমাদের ঘরে আসবে। এখন আমরা যে প্রক্রিয়ার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি তাতে সামনের বিশ্বকাপে ভালো ফলের আশা করতেই পারি। তরুণরা এই ট্রফি দেখে উজ্জীবিত হবে। আমার বিশ্বাস, আগামী বিশ্বকাপে আমরা ভালোই করবো।’

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্বকাপ ট্রফি দেখে মিরাজও রোমাঞ্চিত। তার কথা, ‘সবাই বিশ্বকাপে খেলার স্বপ্ন দ্যাখে, আমিও দেখি। সুযোগ পেলে অবশ্যই বিশ্বকাপে ভালো খেলার চেষ্টা করবো। আজকে সামনে থেকে দেখলাম। আগামী বছর চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা দেশে নিয়ে আসতে পারলে খুব ভালো লাগবে। আশা করি, আগামী বছর আমরা বিশ্বকাপ জিততে পারবো।’

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার যমুনা ফিউচার পার্কে বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবে যে কেউ। পরদিন সিলেটে যাবে ট্রফি, থাকবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট ক্যাডেট কলেজে। সিলেট স্টেডিয়ামে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীরা ট্রফির সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এর আগে ইউনিসেফের সুবিধাবঞ্চিত শিশুরা ছবি তুলবে ট্রফির পাশে দাঁড়িয়ে।

সিলেট থেকে আগামী শনিবার ট্রফি চলে যাবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। সকাল সাড়ে ১০টায় ইউনিসেফের সুবিধাবঞ্চিত শিশুদের ছবি তোলার পর্ব শেষ হলে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামের ক্রিকেট-ভক্তরা দেখার সুযোগ পাবেন সোনালী স্মারকটি।

গত ২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্ব পরিভ্রমণ। ২০টি দেশ ঘুরে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে ১৯ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে। ৩০ মে থেকে ১৪ জুলাই ক্রিকেটের জন্মভূমিতেই হবে ‘ক্রিকেট বিশ্বযুদ্ধ’।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া