X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যাট-বলে সৌম্যর দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৬

বল হাতে ৫ উইকেট পেয়েছেন সৌম্য সরকার প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেছেন ৭৬ রানের ইনিংস। এরপর বল হাতেও উজ্জ্বল সৌম্য সরকার, পেলেন ৫ উইকেট। এখানেই থামলেন না, দ্বিতীয় ইনিংসে পেলেন আরেকটি হাফসেঞ্চুরি। তাতে জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে সুবিধাজনক জায়গায় রয়েছে খুলনা বিভাগ। বরিশাল-রাজশাহীর প্রথম স্তরের অন্য ম্যাচে চলছে বোলারদের দাপট।

খুলনা-রংপুর

৪ উইকেটে ২০০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রংপুর বিভাগ। তৃতীয় দিনে বড় সংগ্রহের ইঙ্গিত ছিল তাতে। যদিও বল হাতে সৌম্য জ্বলে ওঠায় ৩১৫ রানে অলআউট হতে হয় তাদের। রংপুরের লোয়ার অর্ডার পুরোপুরি ভেঙে দেন এই মিডিয়াম পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার ৫ উইকেট পূরণের পথে তিনি আউট করেছেন ধীমান ঘোষ, রবিউল হক, সাজেদুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম ও সঞ্জীত সাহাকে।

সৌম্য ৬১ রান খরচায় পান ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের দিনে আলো ছড়িয়েছেন আল-আমিন হোসেনও। এই পেসার ৬৭ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

রংপুরের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন তানভীর হায়দার। দিনের শুরু থেকে মাঠে থাকা এই অলরাউন্ডারকে আউটই করতে পারেনেনি খুলনার বোলাররা। ১৯৫ বলে হার না মানা ইনিংসটি তিনি সাজান ৬ বাউন্ডারিতে। ৪৮ রান করেন সোহরাওয়ার্দী শুভ।

রংপুরকে ৩১৫ রানে অলআউট করার পর তৃতীয় দিন শেষে খুলনা ৫ উইকেটে করেছে ১৮১ রানে। রংপুরের বিপক্ষে তারা লিড নিয়েছে ১৭০ রানের। দুই ওপেনার রবিউল ইসলাম রবি (২০) ও এনামুল হক (৭) ব্যর্থ হলেও ব্যাট হাতে দাঁড়িয়ে যান সৌম্য। বোলিংয়ের পর আসল কাজ ব্যাটিংয়েও ছিলেন দুর্দান্ত। তুষার ইমরানের সঙ্গে জুটি বেঁধে বাড়িয়ে নেন দলের রান। শেষ পর্যন্ত ৭১ রান করে আউট হয়েছেন তিনি। তুষার অবশ্য ৬৩ রানে অপরাজিত থেকে অপেক্ষায় আছেন আরেকটি সেঞ্চুরির।

বরিশাল-রাজশাহী

বরিশালে জাতীয় ক্রিকেট লিগে প্রথম দুই দিনের খেলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তৃতীয় দিনে মাঠে গড়িয়েই জমে উঠেছে খেলা। একদিনেই বরিশাল-রাজশাহী ম্যাচে হারিয়েছে ১৯ উইকেট! বোলারদের দাপটে বরিশাল গুটিয়ে যায় ১৩৩ রানে। জবাবে রাজশাহী দিন শেষ করেছে ৯ উইকেটে ১২৫ রানে। প্রথম ইনিংসে বরিশালের চেয়ে এখনও ৮ রানে পিছিয়ে আছে রাজশাহী।

ফরহাদ রেজা (৪/৩০), মুক্তার আলী (২/৩১) ও তাইজুল ইসলামের (২/৪২) বোলিংয়ের সামনে মোটেও সুবিধা করতে পারেননি বরিশালের বোলাররা। সর্বোচ্চ ৩৮ রান করেছেন নুরুজ্জামান। ৩১ রান এসেছে আল-আমিনের ব্যাট থেকে।

১৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে জ্বলে ওঠে বরিশাল। রাজশাহীর ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সোহাগ গাজী (৩/১৯), কামরুল ইসলাম রাব্বি (২/৪৫), মনির হোসেন (২/১৫) ও তানভীর ইসলাম (২/৩৮)।

তাদের বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৩৫* রানের ইনিংস খেলেছেন লোয়ার অর্ডারে নামা মুক্তার আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!