X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন মাইলফলকে ব্রাজিলের নেইমার

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ২০:০৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২০:০৯

নতুন মাইলফলকে ব্রাজিলের নেইমার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। উত্তেজনা ছড়ানো ম্যাচের ইনজুরি টাইমের লক্ষ্যভেদে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। সৌদি আরবের জেদ্দার এই ম্যাচ দিয়েই নতুন মাইলফলক স্পর্শ করেছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে তার গোল ও অ্যাসিস্ট সংখ্যা এখন ১০০।

প্রীতি ম্যাচ হলেও ‘সুপার ক্লাসিকো’র উত্তাপ টের পাওয়া গেছে স্পষ্ট। লাতিন আমেরিকার দল দুটি মাঠে নামার শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে সমান তালে। গোলশূন্য ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয় নিশ্চিত করে ব্রাজিল।

মিরান্দার হেড জালে জড়ালে গোলের আনন্দে মাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই গোলের উৎস ছিলেন আবার নেইমার। তার নেওয়ার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাতে অ্যাসিস্টের খাতায় নাম ওঠে যায় নেইমারের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন সেলেসাও অধিনায়ক।

ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল ও অ্যাসিস্ট সংখ্যা এখন ১০০। ৯৪ ম্যাচে ‘শতক’ পূরণ করলেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে নেইমার লক্ষ্যভেদ করেছেন ৫৯বার, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪১বার। সব মিলিয়ে সংখ্যাটা এখন ১০০।

৯৪তম ম্যাচে নেমে সাবেক বার্সেলোনা তারকা সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় উঠে এসেছেন ১০ নম্বরে। তিনি এখন ব্রাজিলের গ্রেট গোলরক্ষক গিলমারের সমান ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। তার উপরে আছেন রোনালদিনহো (৯৭), রোনালদো ও দজালমা সান্তোসের (৯৮) মতো বিশ্বকাপ জয়ী তারকারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না