X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবুধাবিতেও ধুঁকছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ২১:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:৩১

নাথান লিওনের এই ছবিটা যেন গোটা অস্ট্রেলিয়ার চিত্র হারতে বসা দুবাই টেস্ট নাটকীয়ভাবে ড্র করে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আবুধাবিতেও পাকিস্তানের সামনে ছন্নছাড়া ব্যাটিং সফরকারীদে। প্রথম ইনিংসে মাত্র ১৪৫ রানে অলআউট হয়েছে তারা। বিপরীতে পাকিস্তান ২ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করে পেয়েছে ২৮১ রানের লিড।

প্রথম দিন ২০ রানে ২ উইকেট হারিয়ে অশনিসংকেত পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে সেটাই সত্যি হলো। মোহাম্মদ আব্বাসের পেস আগুনে পুড়ে খাক সফরকারীরা। মাত্র ১৪৫ রানে গুটিয়ে গিয়ে আরেকবার ব্যাটিংয়ে তাদের ভরাডুবি। ৩৩ রান খরচায় ৫ উইকেট পাওয়া আব্বাসের সামনে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন-আপ।

ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। শেষ দিকে মিচেল স্টার্ক ৩৪ রানের কার্যকরী ইনিংস না খেললে আরও বড় লজ্জার সামনে পড়তে হতো সফরকারীদের। প্রথম দিন ২ উইকেট পাওয়া আব্বাস দ্বিতীয় দিনে তুলে নেন শন মার্শ (৩), ট্রেভিস হেড (১৪) ও মিচেল স্টার্কের উইকেট।

বিলাল আসিফও জ্বলে উঠেছিলেন বল হাতে। এই স্পিনার ২৩ রানে পেয়েছেন ৩ উইকেট। অ্যারন ফিঞ্চের সঙ্গে তার শিকারে পরিণত হয়েছেন টিম পেইন (৩) ও নাথান লিওন (২)।

অস্ট্রেলিয়াকে অল্পকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটাও ভালো ছিল না। ১৫ রানেই তারা হারায় ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট। মিচেল স্টার্কের বলে হেডকে ক্যাচ দেন তিনি ৬ রানে। তবে আরেক ওপেনার ফখর জামান আবারও দাঁড়িয়ে যান। প্রথম ইনিংসে ৯৪ রানের ঝলমলে ইনিংস খেলা ফখর দ্বিতীয় ইনিংসে করেন ৬৬ রান। ৮৩ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে।

নাথান লিওনের বলে এই ওপেনার আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে আজহার আলীর সঙ্গে গড়েন ৯১ রানের জুটি। ফখর আউট হলেও আজহার হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ৫৪ রানে। তার সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ১৭ রানে অপরাজিত থাকা হারিস সোহেল। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!