X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মরগানের হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ০০:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০০:৪০

মরগানের হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের সহজ জয় ৫০ ওভারের ম্যাচ বৃষ্টিতে নেমে এলো ২১ ওভারে। শ্রীলঙ্কা-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে খেলা হলো তাই টি-টোয়েন্টি মেজাজে। ক্যান্ডির দ্বিতীয় এই ম্যাচটি সহজেই জিতে নিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক এউইন মরগানের অপরাজিত হাফসেঞ্চুরিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে সফরকারীরা।

নির্ধারিত ২১ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে করে ১৫০ রান। এই লক্ষ্য ১৫ বলে আগেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় ইংলিশরা। জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ের পর মরগানের অসাধারণ ইনিংসে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় ক্যান্ডির দ্বিতীয় ওয়ানডে। ওভারও কমে গিয়ে দাঁড়ায় ২১ ওভারের ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার নিরোশান ডিকবেলা ও সাদিরা সামারাবিক্রমা ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেন ইনিংস। ডিকবেলা ছিলেন বেশি ভয়ঙ্কর। মাত্র ২০ বলে ৮ বাউন্ডারিতে করে যান ২৬ রান। সামারাবিক্রমা ৩৪ বলে করেন ৩৫ রান।

তবে ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিস একেবারেই সুবিধা করতে পারেননি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। থিসারা পেরেরার অবস্থাও একই। অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য খেলে যান ৩৪ রানের ইনিংস। মাঝে দাসুন শানাকার ২১ রানের ওপর ভর দিয়ে ১৫০ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

বল হাতে দুর্দান্ত দিন পার করেছেন আদিল রশিদ ও টম কারান। ম্যাচসেরার পুরস্কার জেতা রশিদ ৩৬ রান খরচায় পান ৪ উইকেট। আর কারান ১৭ রানে পান ৩ উইকেট।

১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা শুরুতেই জনি বেয়ারস্টোর (৪) উইকেট হারালেও আরেক ওপেনার জেসন রয় ব্যাটে তোলেন ঝড়। মাত্র ২৬ বলে করেন তিনি ৪১ রান। ব্যর্থ হয়েছেন জো রুটও (৮)। তবে দাঁড়িয়ে যান মরগান। চমৎকার ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। হার না মানা ৫৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ৩৫ রানে অপরাজিত থাকা বেন স্টোকস।

লঙ্কান বোলারদের ব্যর্থতার দিনে ২ উইকেট পেয়েছেন আমিলা আপোন্সো। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ