X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তুষার-নাফিসের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ১৯:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৯:২২

সেঞ্চুরি করে ফিরছেন শাহরিয়ার নাফিস ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিকে ডাল-ভাত বানিয়ে ফেলেছেন তুষার ইমরান! একের পর এক সেঞ্চুরিতে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে আরেকটি সেঞ্চুরি পূরণ করেছেন খুলনার ব্যাটসম্যান। এই রাউন্ডের শেষ দিনে শতক পূরণ করেছেন শাহরিয়ার নাফিসও। যদিও প্রথম ও দ্বিতীয় স্তরের সব ম্যাচই শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রতে।

প্রথম স্তর

তৃতীয় রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা-রংপুর। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের চতুর্থ দিনে সেঞ্চুরি পূরণ করেন তুষার। তৃতীয় দিন শেষ করেছিলেন তিনি ৬৩ রানে। শেষ দিনে প্রথম শ্রেণির ক্রিকেটের ৩১তম সেঞ্চুরি পূরণ করার পথে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এই ফরম্যাটে পূরণ করেছেন তিনি ১১ হাজার রান।

তার ১০৩ রানের ওপর ভর দিয়ে খুলনা ৯ উইকেটে ৩৩৪ রানে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস। তাতে রংপুরের লক্ষ্য ঠিক হয় ৩২৪ রানের। নিশ্চিত ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের দ্বিতীয় ইনিংসে রংপুর ১ উইকেটে করে ৯১ রান। প্রথম ইনিংসে তারা করেছিল ৩১৫ রান, আর খুলনার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩০৪ রানে।

বরিশালে প্রথম স্তরের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক বরিশাল ও রাজশাহী। শাহরিয়ার নাফিসের সেঞ্চুরির পর এই ম্যাচটিও শেষ হয়েছে ড্রতে। রাজশাহী তাদের প্রথম ইনিংসে ১৫৫ রানে অলআউট হওয়ার পর বরিশাল দ্বিতীয় ইনিংসে করে ৭ উইকেটে ২২৯ রান।

বৃষ্টিতে প্রথম দুই দিন খেলা না হওয়ায় ড্রই ছিল সম্ভাব্য গন্তব্য। বরিশাল দুই ইনিংসে ব্যাট করলেও রাজশাহী করতে পেরেছে এক ইনিংসে। ম্যাচে ফল নিষ্পত্তি সম্ভব নয় বলেই বরিশাল তাদের ব্যাটিং চালিয়ে গেছে চতুর্থ দিনের শেষ পর্যন্ত।

তাইজুল ইসলাম (৩/৫৫) ও সাব্বির রহমানের (৩/১৯) স্পিনের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বরিশালের ব্যাটসম্যানরা। নাফিস ও শামসুর রহমানের ব্যাটিংয়েই বরিশাল দিনের শেষ পর্যন্ত ব্যাট করতে পেরেছে। নাফিস পূরণ করেন তার প্রথম শ্রেণির ক্রিকেটের ১৪তম সেঞ্চুরি। ফরহাদ হোসেনের বলে আউট হওয়ার আগে খেলে যান ১০২ রানের ঝলমলে ইনিংস। আর শামসুরের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬২ রান।

দ্বিতীয় স্তর

দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো-চট্টগ্রামের ম্যাচটিও হয়েছে ড্র। ঢাকা মেট্রোর দেওয়া ৩০৬ রানের লক্ষ্যে দিন শেষ হওয়ার আগে চট্টগ্রাম ৩ উইকেটে করতে পারে ১৫৯ রান।

ঢাকা মেট্রো ৭ উইকেটে ২৫৪ রানে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস। শামসুর রহমান করেন ৫২ রান, আর শরিফউল্লাহ অপরাজিত ছিলেন ৩১ রানে। নাঈম হাসান ১১৯ রান খরচায় পান ৬ উইকেট।

৩০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রাম করতে পেরেছে ৩ উইকেটে ১৫৯ রান। পিনাক ঘোষের (৫৯) হাফসেঞ্চুরি সঙ্গে মাঝারি মানের ইনিংস খেলেছেন মুমিনুল হক (৩২), ইয়াসির আলী (২৩) ও সাদিকুর রহমান (২৭)।

সিলেট-ঢাকা বিভাগের অন্য ম্যাচটির গন্তব্য ছিল ড্র। বৃষ্টিতে প্রথম দুই দিন খেলাই হয়নি। সিলেট ৯ উইকেটে ৩৫৫ রানে ইনিংস ঘোষণা করার পর ঢাকা ৩ উইকেটে করে ৫৫ রান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী