X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘প্রস্তুতি ম্যাচ’ তাদের ঝালিয়ে নেওয়ার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ২৩:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২৩:১৪

ফজলে রাব্বি। ২১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলার আগে জিম্বাবুয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। শুক্রবার বিকেএসপিতে সকাল ৯টায় ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সফরকারী দলের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

বিসিবি একাদশেও জাতীয় দলের তিনজন ক্রিকেটার রয়েছেন। যারা ওয়ানডে স্কোয়াডেরও সদস্য। নতুন মুখ ফজলে রাব্বি ছাড়া আরিফুল হক ও সাইফউদ্দিনও খেলবেন প্রস্তুতি ম্যাচে। ওয়ানডে সিরিজের আগে তারা তিনজন নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সাইফউদ্দিন বাংলা ট্রিবিউনকে প্রস্তুতি ম্যাচের গুরুত্বের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘মূল ম্যাচের আগে আমার জন্য প্রস্তুতি ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেলতে পারলে মূল ম্যাচে আত্মবিশ্বাস পাওয়া যাবে। আশা করি ভালো খেলতে পারবো।’

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে সবগুলো ম্যাচে হেরে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিসও তাই মনে করছেন, ‘এটা খুবই ভালো কন্ডিশনের সঙ্গে মানিয়ে ওঠার জন্য। তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে খাপ খাওয়াতে সুবিধা দেবে। দক্ষিণ আফ্রিকায় আমাদের ভিন্ন লেন্থে বল করতে হয়েছে। কিন্তু এখানে অনেকটাই কম বাউন্স থাকবে। এ কারণে প্রথম ওয়ানডের আগে অনুশীলন ম্যাচটা খেলা খুবই কার্যকর।’

সৌম্য সরকারকে অধিনায়ক করে বিসিবি প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে। সৌম্যর জন্য প্রস্তুতি ম্যাচটি দারুণ এক সুযোগ হতে পারে। এশিয়া কাপের পর জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। খুলনার হয়ে প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেছেন, চলমান তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে দুই ইনিংসে ৭৬ ও ৭১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

২১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলে পরদিন দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৪ ও ২৬ অক্টোবর দ্বিতীয় এবং শেষ ওয়ানডের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড টিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, তেন্দাই চাতারা, কেফাস ঝুওয়াও ও সিকান্দার রাজা।

বিসিবি একাদশ: সৌম্য সরকার ( অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফউদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন, নাঈম হাসান ও মোহর শেখ অন্তর।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়