X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১৬:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:৪৯

পাকিস্তানের উইকেট উৎসব একটা সময় অস্ট্রেলিয়ার দাপটের সামনে মাথা নত করতো গোটা ক্রিকেট বিশ্ব। সোনালী সেই সময় এখন বিষাদের অন্ধকারে নিমজ্জিত। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া অস্ট্রেলিয়ার তালিকায় যোগ হলো আরেকটি অসহায় আত্মসমর্পণের দৃশ্য। আবুধাবি টেস্টে পাকিস্তানের সামনে উড়ে গেছে তারা। চার দিনেই বরণ করতে হয়েছে ৩৭৩ রানের বিশাল হার। তাতে দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতে নিয়েছে ‘স্বাগতিক’ পাকিস্তান।

হারই চোখ রাঙাচ্ছিল সফরকারীদের। পাকিস্তানের ছুড়ে দেওয়া ৫৩৮ রান টপকে জয় পাওয়ার স্বপ্ন অস্ট্রেলিয়ার দেখাটা বাড়াবাড়িই ছিল। ড্র যে করবে, সেটাও ছিল তাদের জন্য ‘আকাশ কুসুম’ কল্পনা। তাই পাকিস্তানের জয়টা কত তাড়াতাড়ি আসে, সেটাই ছিল দেখার। শুক্রবার চতুর্থ দিনের লাঞ্চের কিছু সময় পরই জয় নিশ্চিত করে সরফরাজ আহমেদরা। ৫৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া অলআউট ১৬৪ রানে।

এর মানে দুই ইনিংসের একটিতেও ২০০ রান করতে পারেনি স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়া। মোহাম্মদ আব্বাসের পেসের সামনে কুপোকাত প্রথম ইনিংসে ১৪৫ রানে অলআউট হওয়া সফরকারীরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও এই পেসার পেয়েছেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরাও হয়েছেন আব্বাস।

সংযুক্ত আরব আমিরাত সফরে ব্যাটিংই সবচেয়ে বেশি ভুগাচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের কল্যাণেই নাটকীয়ভাবে ম্যাচ ড্র করলেও আবুধাবি টেস্টে আবারও বেহাল তাদের ব্যাটিং। বিশাল লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলেই ১ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া।

চতুর্থ দিনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামা অ্যারন ফিঞ্চ ও ট্রেভিস হেড বেশিদূর এগোতে পারেননি। আব্বাসের বলে ৩৬ রান করে হেড ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে কিছুই করতে পারেননি মিচেল মার্শ। আব্বাসের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফেরেন মাত্র ৫ রানে।

খানিক পর আবার আব্বাসের আঘাত। এবার ওপেনার ফিঞ্চকে ৩১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। এখানেই থামেনি আব্বাস ঝড়, অধিনায়ক টিম পেইনকে শূন্য রানে আউট করে ৭ রানের মধ্যে পাকিস্তানকে এনে দেন ৪ উইকেট।

একটু প্রতিরোধ গড়ায় চেষ্টা করেছিলেন মারনাস লাবুশেগনে ও মিচেল স্টার্ক। তবে ২৮ রান করা স্টার্কের আউটের পর ভেঙে যায় প্রতিরোধ। এই পেসারকে আউট করার পর ইয়াসির শাহ ফেরান পিটার সিডলকে (৩)। কিছুক্ষণ পর ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক লাবুশেগনেকে আউট করে জয়টা সময়ের ব্যাপার বানিয়ে দেন ৩ উইকেট পাওয়া ইয়াসির শাহ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ৭৮ বলে করেন ৪৩ রান।

এই ইয়াসিরই সফরকারীদের শেষ ব্যাটসম্যান জন হল্যান্ডকে (৩) আউট করে নিশ্চিত করেন পাকিস্তানের বিশাল জয়। অস্ট্রেলিয়া ৯ উইকেট হারালেও অলআউট হয়ে যায় উসমান খাজা ব্যাট করতে না পারায়। আঘাত পাওয়ায় এই ওপেনার ব্যাট করতে পারেননি। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২৮২ ও ৪০০/৯ (ডিক্লে.)

অস্ট্রেলিয়া: ১৪৫ ও ১৬৪ (লাবুশেগনে ৪৩, হেড ৩৬, ফিঞ্চ ৩১, স্টার্ক ২৮; আব্বাস ৫/৬২, ইয়াসির ৩/৪৫)।

ফল: পাকিস্তান ৩৭৩ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ পাকিস্তান ১-০তে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ আব্বাস।

সিরিজসেরা: মোহাম্মদ আব্বাস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়