X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৌম্যর সেঞ্চুরিতে বিসিবি একাদশের বড় জয়

রবিউল ইসলাম
১৯ অক্টোবর ২০১৮, ১৭:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৭:১৮

সৌম্য ছিলেন অপরাজিত (ছবি: বিসিবি) প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে উপেক্ষিত থাকা সৌম্য সরকারের ব্যাট জ্বলে উঠল। ঘাম ঝরানোর ম্যাচে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি। তিন ওয়ানডের দলের বাইরে থাকা আরেক খেলোয়াড় এবাদত হোসেনের বোলিং তোপের পর সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ জিতেছে ৮ উইকেটে।

শুক্রবার জিম্বাবুয়ের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে ছিলেন ওয়ানডে সিরিজের দলে থাকা কেবল মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক ও ফজলে রাব্বি। তবে রবিবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের পরিকল্পনা সাজাতে জিম্বাবুয়ের ব্যাটিং-বোলিং গুরুত্ব সহকারে দেখতে বিকেএসপির ভেন্যুতে ছিলেন প্রধান কোচ স্টিভ রোডস ও কোর্টনি ওয়ালশসহ কোচিং স্টাফের প্রায় সবাই।

তাদের সবার সামনে ব্যাট হাতে মুগ্ধতা ছড়ালেন সৌম্য। হুট করে এশিয়া কাপে ডাক পেয়ে বাজে পারফরম্যান্স করার পর হোম সিরিজে বাদ পড়েন তিনি। কিন্তু সুযোগ পেয়েই নির্বাচকদের সামনে জ্বলে উঠলেন অধিনায়ক। ১১৪ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০২ রানে অপরাজিত থেকে দলের ১৭৯ রানের লক্ষ্য স্পর্শ করেন সৌম্য।

তবে জাতীয় দলে ডাক পাওয়া যাকে নিয়ে এই প্রস্তুতি ম্যাচে বেশি প্রত্যাশা ছিল, সেই ফজলে রাব্বি শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং করেছেন। ৩৪ বলের ইনিংসে ওলট-পালট শটই বেশি খেলেছেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৩ রানে সিকান্দার রাজার বলে সাজঘরে ফিরেছেন এই টপঅর্ডার। বাঁহাতি এই বোলারকে দিয়ে কোনও বল করাননি সৌম্য।

ফজলে রাব্বি ব্যর্থ হলেও সাইফউদ্দিন বল হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন। ৭.২ ওভারে ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। প্রস্তুতি ম্যাচের এই সাফল্য ওয়ানডেতে নিশ্চয় আত্মবিশ্বাস যোগাবে সাইফউদ্দিনকে। রোডস এমনিতেই তার ব্যাপারে ইতিবাচক।

সৌম্যর সেঞ্চুরি উদযাপন ম্যাচের এক ফাঁকে শিষ্যের কানে মন্ত্র জপে দিতে ভুল করেননি এই রোডস। স্কোরবোর্ডে প্রতিপক্ষের রানটা যথেষ্ট হয়নি বলেই সাইফউদ্দিনের ব্যাটিং পরীক্ষা হয়নি।

তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের পরীক্ষা দিয়েছেন আরিফুল হক। ৩ ওভারে ১৪ রান দিয়ে উইকেট পাননি। তবে ব্যাট হাতে সৌম্যর সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ছয়েই এসেছে জয়, ৯ রানে অপরাজিত ছিলেন।

তবে এই তিনজনকে ছাপিয়ে নায়ক সৌম্য। মিডঅফে এক রান নিয়ে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৮ বলে হাফসেঞ্চুরির পর সেটাকে তিন অঙ্কের ঘরে নেন ১০৯ বলে। শেষ পর্যন্ত ১৩ চার ও ১ ছয়ে ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ওপেনার। এছাড়া মোসাদ্দেক হোসেন ৩৩ রান করে স্বেচ্ছায় ক্রিজ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শুরু থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে। সফরকারীদের ১০ উইকেটের প্রত্যেকটি নিয়েছেন পেসাররা। ডানহাতি পেসার এবাদত হোসেন একাই নিয়েছেন ৫ উইকেট।

১টি করে উইকেট পেয়েছেন ইমরান আলী ও মোহর শেখ। ১৭৮ রানে অলআউট হতে হয় জিম্বাবুয়েকে।

জিম্বাবুয়ের সংগ্রহ এতটা সমৃদ্ধ হতো না, যদি হ্যামিল্টন মাসাকাদজা না টিকতেন। বিকেএসপি কিংবা মিরপুর বা ফতুল্লা, তার জন্য তিনটি মাঠই বেশ পয়মন্ত। এবার বিকেএসপির মাঠও তাকে উদযাপনের মুহূর্ত তৈরি করে দিলো। দক্ষিণ আফ্রিকায় কিংবা ঘরের মাঠে পাকিস্তান সিরিজে রান খরায় ভোগা মাসাকাদজা এদিন খেলেন ১০২ রানের ইনিংস।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা