X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্সই সৌম্যর দলে ফেরার মূলমন্ত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১৯:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২০:০৩

বিকেএসপিতে সৌম্য সরকারের সেঞ্চুরির উল্লাস এশিয়া কাপের মাঝপথে হঠাৎ দলে ডাক পেলেও তেমন ভালো করতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে শূন্য হাতে ফেরার পর ফাইনালে ভারতের বিপক্ষে করেন ৩৩ রান। তবে দুবাই থেকে দেশে ফিরে সৌম্য সরকারের ব্যাটে রানের জোয়ার। জাতীয় ক্রিকেট লিগে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরির পর শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছেন তিনি। অপরাজিত ১০২ রানের চমৎকার ইনিংসের পর তার উপলব্ধি, জাতীয় দলে ফেরার একমাত্র ‍উপায় পারফরম্যান্স।

বিকেএসপিতে সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বিসিবি একাদশ ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অতিথিদের। মাঠে বসে এমন ইনিংস দেখে বাংলাদেশের কোচ স্টিভ রোডস অকুণ্ঠে প্রশংসা করেছেন বাঁহাতি ওপেনারের।

খেলা শেষে সৌম্য সাংবাদিকদের বলেছেন, ‘দলে ফিরতে হলে আমাকে ভালো খেলতে হবে। পারফরম্যান্স ছাড়া দলে ফেরার উপায় নেই। আজ বিশেষ কোনও পরিকল্পনা নিয়ে মাঠে নামিনি, স্বাভাবিক ব্যাটিং করতে চেয়েছি। চেষ্টা করেছি অনেকক্ষণ ক্রিজে থাকার।’

বৃহস্পতিবার খুলনায় জাতীয় লিগের ম্যাচ খেলে রাতেই রওনা হয়েছেন ঢাকার পথে। শুক্রবার ভোরে বিকেএসপিতে পৌঁছে নেমে পড়েছেন মাঠে। ‘এভাবে মাঠে নামা কতটা কঠিন?’ প্রশ্নে সৌম্যর জবাব, ‘শারীরিকভাবে একটু তো কঠিন অবশ্যই। তবে যেহেতু খেলতেই হবে, তাই রাতের মধ্যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।’

প্রস্তুতি ম্যাচের জন্য ত্যাগও স্বীকার করতে হয়েছে সৌম্যকে। শুক্রবার বিজয়া দশমী সাতক্ষীরায় পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। কিন্তু ম্যাচের কারণে বাতিল করতে হয়েছে পরিকল্পনা, ‘খুলনায় ছিলাম, তাই দশমীতে বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল। হঠাৎ যখন বলা হলো খেলতে হবে, প্রথমে একটু খারাপই লেগেছিল। চার/পাঁচ বছর পর পূজার সময় ছুটি পেয়েছিলাম। পরে ভেবে দেখলাম, এটা নিয়ে চিন্তা না করাই ভালো। আজ সেঞ্চুরি পেয়েছি, এটা অবশ্যই স্পেশাল। ত্যাগের বিনিময়ে কোনও কিছু পাওয়া অনেক আনন্দের।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি