X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ২০:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২১:২২

উইকেট শিকার করে সাইফের উদযাপন। বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু হঠাৎ ছন্দপতনে চলে গিয়েছিলেন দলের বাইরে। এই জানুয়ারিতে থেকে দলের বাইরে ছিলেন। দীর্ঘদিন ধরে ব্যাটিং অলরাউন্ডারের খোঁজে থাকা ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে সিরিজে আবারও ভরসা রাখছে তার ওপর। শুক্রবার প্রস্তুতি ম্যাচে যার প্রতিদানটা দিলেন তিন উইকেট নিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে সাইফউদ্দিনও বুঝিয়ে দিলেন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। শুক্রবারের প্রস্তুতি ম্যাচে ৩২ রানের বিনিমিয়ে জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। এই বোলিং প্রথম ওয়ানডের আগে সাইফউদ্দিনকে আত্মবিশ্বাস যোগাবে নিশ্চিতভাবেই। সাউফউদ্দিনও মনে করছেন তেমনটা, ‘শুরু থেকে যেভাবে বোলিং করতে চেয়েছি, সেভাবেই পেরেছি। উইকেট পাওয়া আমার লক্ষ্য ছিল না। সঠিক লেন্থে বোলিং করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। মূল ম্যাচে সুযোগ পেলে এই পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাস দেবে।’

অসাধারণ বোলিং করে জিম্বাবুয়ের ইনিংসকে গুটিয়ে দিতে এবাদতের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাইফ। ড্রেসিংরুমে ফিরে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটিয়েছেন ম্যাচের পর। কী ছিল তাদের আলোচনাতে? জানতে চাইলে সাইফ উদ্দিন জানান, ‘আমার বোলিং নিয়ে প্রশংসা করেছেন। আমাকে কঠোর পরিশ্রম করতে বলেছেন। কিছু কিছু জায়গাতে ভুল করেছি সেগুলো ধরিয়ে দিয়েছেন।’

তরুণ এই অলরাউন্ডারকে দারুণ পছন্দ বাংলাদেশ হেড কোচের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তো মাশরাফির বিকল্প হিসেবে সাইফউদ্দিনকেই বেছে নিলেন। এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফেরা ওয়ানডে অধিনায়ক কোন কারণে খেলতে না পারলে বিকল্প হিসেবে প্রধান কোচের ভাবনাতে আছেন সাইফ। যার আস্থার প্রতিদানটা তিনি শুক্রবারই দিয়ে দিলেন কোচের সামনে।

কোচের এমন প্রশংসাবাক্য শুনে অপ্রস্তুত সাইফউদ্দিন জানালেন, ‘সত্যি কথা বলতে কোচ আমাকে শুরু থেকেই পছন্দ করে। যখন দলে ছিলাম না, তখনো কোচ আমার খোঁজ নিয়েছেন, আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার এই প্রশংসা আমাকে আরও ভালো খেলতে সহায়তা করবে।’

সাইফউদ্দিনের দুর্দান্ত স্পেলের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও তার প্রশংসা করেছেন, ‘সাইফউদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। সাইফউদ্দিন যথেষ্ট ভালো বল করেছে। তাকে নিয়ে আমি আশাবাদী।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক