X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নেইমারকে ফেরানোর গুঞ্জন উড়িয়ে দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১৫:১৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৫:১৯

নেইমারকে ফেরানোর গুঞ্জন উড়িয়ে দিল বার্সেলোনা নেইমারের দলবদলের গুঞ্জন প্রতিনিয়ত নিচ্ছে নতুন মোড়। আজ রিয়াল মাদ্রিদের নাম জুড়ে দেওয়া হয় তো, কালই আবার শোনা যায় বার্সেলোনায় ফেরার গুঞ্জন। ন্যু ক্যাম্প ছাড়ার কিছুদিনের মধ্যেই তার ফিরে আসার খবরে তোলপাড় হয়েছিল ইউরোপিয়ান মিডিয়া। নতুন করে গুঞ্জন দানা বাঁধতেই সেই সম্ভাবনা উড়িয়ে দিল বার্সেলোনা।

বার্সেলোনা ছেড়েছেন তিনি ১৪ মাস হলো। বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে এই ফরোয়ার্ড ন্যু ক্যাম্প থেকে নাম লেখান প্যারিস সেন্ত জার্মেইয়ে। তবে প্যারিসের ক্লাবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যে উঠে যায় তার ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জন। ফরাসি লিগ ওয়ানের দলটির সঙ্গে মানিয়ে নিতে না পারায় নেইমার নিজেই নাকি বার্সেলোনা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন তাকে যেন ফিরিয়ে নেওয়া হয়।

স্প্যানিশ মিডিয়ার ওই খবর বাতাসে মিলিয়ে গেলেও নতুন করে আবার শোনা যাচ্ছে তার বার্সেলোনা ফেরার কথা। আর এজন্য নাকি কাতালান কর্তৃপক্ষ ‘অভ্যন্তরীণ’ আলোচনা শুরু করেছে পিএসজির সঙ্গে। কিছু কিছু সংবাদমাধ্যমও এও ছেপেছে, ফরাসি চ্যাম্পিয়নরাও নাকি বিক্রি করে দিতে চাইছে নেইমারকে। এই যখন অবস্থা, তখন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জোর্দি কারদোনের স্পষ্ট জানিয়ে দিলেন, নেইমারকে ফেরানোর কোনও পরিকল্পনা নেই তাদের।

বার্সেলোনার এই কর্তা রেডিও স্টেশন ‘এসইআর কাতালুনিয়া’কে বলেছেন, ‘নেইমারকে ফিরিয়ে আনার ব্যাপারে বার্সেলোনা বোর্ড কোনও ধরনের পদক্ষেপ নেয়নি। এই ধরনের প্রশ্নের আসলে কোনও উত্তর থাকে না, কারণ বিষয়টার যখন কোনও ভিত্তি নেই।’ সঙ্গে যোগ করেছেন, ‘সে (নেইমার) নিজের তো চলে গেছে। বিষয়টা অন্যরকম হতে পারতো যদি আমরা তার ওপর আস্থা হারাতাম এবং এখন আমরা ফিরিয়ে আনতে চাইতাম। তবে ব্যাপারটা তো সে রকম কিছু নয়।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে বোর্ড সভায় নিশ্চিতভাবেই আলোচনা উঠবে, তবে সেটা হয়নি বলেই জানিয়েছেন কারদোনের। তার কথায়, ‘আমরা তাকে সই করাতে চাইলে নিশ্চিতভাবেই সেটা নিয়ে আলোচনা হবে বোর্ডে, তবে এখন পর্যন্ত এই ধরনের কোনও কথা ওঠেনি।’

বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদের কাছেও পাত্তা দেননি নেইমারকে ফিরে আনার গুঞ্জন। যদিও ফুটবলে যে কোনও কিছু হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘এই ধরনের বিষয় মৌসুমের প্রায় সব সময়ই হয়, তবে নেইমার এখন অন্য ক্লাবের হয়ে খেলছে। এটা পুরোটাই গুজব। ফুটবলে যে কোনও কিছু হতে পারে, তবে বিষয়টি খুব শক্ত ও অন্যরকম। আমি বলতে পারব না, দেখা যাক কী হয়।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী