X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লা মেরিডিয়ানের সঙ্গে সাকিবের জুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৬:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৬:১১

লা মেরিডিয়ানের সঙ্গে সাকিবের জুটি হোটেল লা মেরিডিয়ানের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশি অলরাউন্ডারকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানা প্রতিষ্ঠানটি। আগামী দুই বছর প্রতিষ্ঠানটির পণ্যদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব।

শনিবার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাঁচ তারকা হোটেলটির উর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী দুই বছরের জন্য নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সাকিবের নাম। বাংলাদেশি অলরাউন্ডার ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমেদ, লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক এস. গ্যাভ্রিয়েল, হোটেল ব্যবস্থাপক সাঈদ আহমেদ এবং বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক আনোয়ার হোসেন।

ট্যুরিজম খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু ঢাকাতেই নয়, বিভিন্ন জেলা শহরে এই মানের আরও হোটেল স্থাপনের অনুরোধ জানান সাকিব। ভালো মানের হোটেল না থাকার কারণে রাজশাহী ও বগুড়াতে স্টেডিয়াম থাকা পরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয় না। সাকিব এই উদাহরণ টেনে বলেছেন, ‘আমি আশা করি আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই মানের হোটেল স্থাপন করবেন, যাতে বিভিন্ন বিভাগে ক্রিকেট ছড়িয়ে পড়ে। কেননা ভেন্যু থাকা পরও আমাদের ক্রিকেট এখনও কয়েকটি বিভাগেই আটকে আছে। আপনারা পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি ক্রিকেট উন্নয়নের অংশীদার হবেন বলে প্রত্যাশা। কেবল দুই-একটি হোটেল নয়, আরও বেশি হোটেল নির্মাণ করবেন।’

বেস্ট হোল্ডিংস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেছেন, ‘শীর্ষস্থানীয় এ হোটেলটির সঙ্গে নিজেকে জড়াতে করতে পেরে আমি রোমাঞ্চিত। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের আতিথেয়তা খাতে বেস্ট হোল্ডিংস লিমিটেড (বিএইচএল) বেশ বড় ধরনের অবদান রাখছে। আমি অত্যন্ত গর্বিত এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে।’

অনুষ্ঠানে বেস্ট হোল্ডিংস লিমিটেডের সভাপতি হাসান আহমেদ সজীব বলেছেন, ‘ক্রিকেটে সাকিব আল হাসানের মতো আমরাও আতিথেয়তা খাতের সব ক্ষেত্রে সেরা হতে চাই। আমরা মনে করি আমাদের উৎকর্ষ প্রকাশের ক্ষেত্রে সাকিব আল হাসানই উপযুক্ত ব্যক্তি। আমাদের যাত্রায় তাকে সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং একই সঙ্গে গর্বিত।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া