X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাঈম হাসানের ৮ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২০:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:৫৭

নাঈম হাসান আগের ম্যাচে পেয়েছিলেন ৬ উইকেট, এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন নাঈম হাসান। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে ৮ উইকেট শিকার করে ঢাকা বিভাগকে একাই গুঁড়িয়ে দিয়েছেন চট্টগ্রামের এই স্পিনার। দ্বিতীয় স্তরে সিলেট-ঢাকা মেট্রো ম্যাচেও বোলারদের দাপট।

ঢাকা বিভাগ-চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনটি ছিল নাঈম হাসানের। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছে ঢাকা বিভাগ। বল হাতে এই স্পিনারের একারই শিকার ৮ উইকেট। নাঈমের ঘূর্ণির সামনে দিশেহারা ঢাকা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৮৮ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে আগের ম্যাচেই ৬ উইকেট পেয়েছিলেন চট্টগ্রামের স্পিনার। এবার নিজেকে ছাড়িয়ে গিয়ে এই ফরম্যাটে নিজের সেরা বোলিংটা করলেন তিনি। ১০৬ রান খরচায় নাঈম পেয়েছেন ৮ উইকেট। সাইফ হাসান (৪১) ও নাজমুল হোসেন মিলন (৩৫) ছাড়া ঢাকার বাকি সব উইকেট তার দখলে।

রাকিবুল হাসানকে (১৭) দিয়ে শুরু করেন তিনি উইকেট উৎসব। এরপর ফিরিয়েছেন ঢাকার ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক আব্দুল মজিদকে। ১৮৯ বলে ৭২ রান করেছেন এই ওপেনার। নাঈমের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তাইবুর রহমান (৪), নাদিফ চৌধুরী (৪), শুভাগত হোম (৫৭), মোশাররফ রুবেল (২), শাহাদত হোসেন (৩৪) ও সালাউদ্দিন শাকিল (০)।

ঢাকা বিভাগ ২৮৮ রানে অলআউট হওয়ার পর দিনের খেলা শেষ ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে চট্টগ্রাম।

সিলেট-ঢাকা মেট্রো

রাজশাহীতে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামেও দাপট দেখিয়েছেন বোলাররা। ঢাকা মেট্রোর নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেট তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে করেছে ২৯১ রান।

চট্টগ্রামের মতো ঢাকা মেট্রোতে একক কোনও পারফরম্যান্স নেই, বল হাতে কম-বেশি সবাই অবদান রেখেছেন। সিলেটের ব্যাটসম্যানরা ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি বলেই দিন শেষে তাদের নেই ৯ উইকেট।

হাফসেঞ্চুরি পূরণ করেছেন সিলেটের তিন ব্যাটসম্যান- শানাজ আহমেদ (৬০), শাহানূর রহমান (৫৪) ও জাকির হাসান (৫০)। ৮৯ রানের দুর্দান্ত ওপেনিং জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট। অধিনায়ক ইমতিয়াজ হোসেন ৩১ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান প্যাভিলিয়নে।

অলক কাপালি করেন ২০ রান, রাজিন সালেহ আউট হয়েছেন মাত্র ১০ রানে। আর শেষ দিকে আবু জায়েদ করেন গুরুত্বপূর্ণ ২৬ রান। দিন শেষে অপরাজিত আছেন খালেদ আহমেদ (৫*) ও এবাদত হোসেন (৪*)।

চমৎকার বোলিংয়ের দিনে ২টি করে উইকেট পেয়েছেন কাজী অনিক, আরাফাত সানি ও মোহাম্মদ আশরাফুল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া