X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিশ্রামের চিন্তা নেই মাশরাফির মনে

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৭

বাংলাদেশের অনুশীলনে কোচ স্টিভ রোডসের সঙ্গে মাশরাফি মাশরাফি মুর্তজার চোট প্রবণতার কথা সবারই জানা। দুই হাঁটুতে সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল সামলে খেলে চলেছেন তিনি, বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। বর্তমানে উরু আর কুঁচকিতে সমস্যা আছে তার। পুরোপুরি সেরে উঠতে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তবে জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগে বিশ্রামের কথা ভাবছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ-জিম্বাবুয়ে শেষ ওয়ানডে হবে আগামী শুক্রবার। নভেম্বরের মাঝামাঝি দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সঙ্গে ওয়ানডে সিরিজ অবশ্য শুরু হবে বেশ দেরিতে, ৯ ডিসেম্বর।

মাশরাফি এখন মাঝের সময়ের দিকে তাকিয়ে, ‘এই সিরিজের পর চার-পাঁচ সপ্তাহ বিরতি পাবো। স্ট্রেংথ আর ফিটনেস নিয়ে ঠিকমতো কাজ  করতে পারলে আশা করি ভালো হয়ে যাবো। এশিয়া কাপের সময় উরুতে বল লেগেছিল, গ্রোয়েনেও সমস্যা আছে। ফিজিও অবশ্য খুব ভালো ট্রিটমেন্ট করছেন। মোটামুটি ম্যানেজ করতে পারছি বলেই খেলছি।’

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের যশপ্রীত বুমরাহর বলে উরুতে আঘাত পান মাশরাফি। কুঁচকির সমস্যা তো ছিল আগেই। শরীরে ব্যথা নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ‘নড়াইল এক্সপ্রেস’ বল হাতে সুবিধা করতে পারেননি, ১০ ওভারে ৫৫ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামের কথা চিন্তাই করছেন না তিনি, ‘পুরো সেরে উঠতে আমার একটু সময় দরকার। এই সিরিজের আগে তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। ট্রিটমেন্ট দরকার, হয়তো বিরতি নিতে পারতাম। কিন্তু এখন আমি শুধু একটা ফরম্যাটে খেলি, তাই বিশ্রামের কথা ভাবছি না।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস