X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিশাল জয়ে শ্রীলঙ্কার সান্ত্বনা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ২২:২৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২২:২৭

সামারাবিক্রমা ও ডিকবেলার চমৎকার জুটি ডাম্বুলা ও ক্যান্ডিতে ধরাশায়ী হওয়ার পর স্বস্তির জয় পেল শ্রীলঙ্কা। আগেই সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ডকে তারা পঞ্চম ও শেষ ম্যাচে হারিয়েছে ২১৯ রানের বিশাল ব্যবধানে। কলম্বোতে সান্ত্বনার এই জয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ শেষ করল স্বাগতিকরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

শ্রীলঙ্কা-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে পিছু ছাড়েনি বৃষ্টি। মঙ্গলবার শেষ ম্যাচেও মাঠ ঢাকতে ব্যস্ত হতে হলো কর্মীদের। কিন্তু আগের তিন ম্যাচের মতো এবার আর শঙ্কার মেঘ নিয়ে মাঠের বাইরে যেতে হয়নি লঙ্কান ক্রিকেটারদের। তার আগেই যে বিধ্বংসী ব্যাটিংয়ের পর অসাধারণ বোলিংয়ে জয়ের পথ নিশ্চিত করে রেখেছিল স্বাগতিকরা।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ৩৬৬ রান। জবাবে ব্যাটিং ধসের মুখোমুখি হয় ইংল্যান্ড, ২৬.১ ওভারে স্কোর ৯ উইকেটে ১৩২ রান করার পর নামে বৃষ্টি। আর মাঠে ফেরার সম্ভাবনা না দেখায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিশাল জয় পায় শ্রীলঙ্কা।

নিরোশান ডিকবেলা ও সাদিরা সামারাবিক্রমার ১৩৭ রানের দুর্দান্ত জুটিতে শুরুটা চমৎকার হয় শ্রীলঙ্কার। সামারাবিক্রমার ৫৪ রানে মঈন আলীর কাছে বোল্ড হন।

এই ওপেনার ফিরলে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ডিকবেলা। তাকে ৫ রানের আক্ষেপে পুড়িয়ে মাঠ ছাড়া করেন মঈন। ৯৭ বলে ১২ চারে ৯৫ রানের সেরা স্কোর করেন ডিকবেলা।

তারপর কুশল মেন্ডিস ও দিনেশ চান্ডিমালের আরেকটি অনবদ্য জুটি। দুজনে মিলে ১০২ রান স্কোরবোর্ডে যোগ করেন। কুশল ৩৩ বলে ১ চার ও ৬ ছয়ে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন।

দুষ্মন্তর প্রথম স্পেলে গুঁড়িয়ে যায় ইংল্যান্ড দলের রান ৩২৮ এ রেখে মাঠ ছাড়েন চান্ডিমাল। অধিনায়ক ৮০ রান করেন ৭৩ বলে ৬টি চার ও ২ ছয়ে।

ইংল্যান্ডের পক্ষে টম কারান ও মঈন দুটি করে উইকেট নেন।

৩৬৭ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখোমুখি হয় ইংল্যান্ড। প্রথম দুই ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট হারায় তারা দুষ্মন্ত চামিরার জোড়া আঘাতে। ২৮ রানে তারা চতুর্থ উইকেট হারালে মঈন ও বেন স্টোকসের ৭৯ রানের জুটি এই আসা যাওয়ায় কিছুটা বাধ সাধেন।

কিন্তু এ জুটি ভাঙতে আবার বিধ্বস্ত ইংল্যান্ড। আকিলা ধনঞ্জয়ার স্পিনে ২৫ রানে আরও ৫ উইকেট হারায় তারা। স্টোকস ইনিংস সেরা ৬৭ রান করেন। মঈনের ব্যাটে আসে ৩৭ রান।

আকিলা সবচেয়ে বেশি ৪ উইকেট নেন ৬.১ ওভারে ১৯ রান দিয়ে। দুষ্মন্ত ৩ উইকেট পান ২০ রান খরচ করে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক