X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দিবালার গোলে ম্যানইউকে হারাল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ০২:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৩

দিবালার গোলে ম্যানইউকে হারাল জুভেন্টাস ২০০৯ সালে ম্যানইউ ছাড়ার পর দ্বিতীয়বার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার রিয়াল মাদ্রিদের হয়ে নয়, জুভেন্টাসের জার্সিতে। নতুন পোশাকে পুরানো মাঠে ফিরলেও লক্ষ্যভেদ করতে পারেননি পর্তুগিজ উইঙ্গার। তবে তার দল ঠিকই জিতেছে। চ্যাম্পিয়নস লিগ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

এই জয়ে ‘এইচ’ গ্রুপে শতভাগ সাফল্য ধরে রেখেছে জুভেন্টাস। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৯। একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে তাদের পরে দুই নম্বরে ম্যানইউ।



১৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে দারুণ শুরু করে জুভেন্টাস। ১৭ মিনিটে ডানপ্রান্ত থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর নিচু ক্রস কুয়াদরাদো পায়ে নিতে না পারলেও বল পৌঁছায় দিবালার কাছে। আর্জেন্টাইন ফরোয়ার্ড বাঁ পায়ের ধীর শটে দাভিদ দে গেয়াকে পরাস্ত করেন। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার চতুর্থ গোল। এই একটি গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। যদিও জুভেন্টাস আরও কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু ম্যানইউ গোলরক্ষক দেভিদ দে গেয়ার বীরত্বে সফল হয়নি।

২২ মিনিটে ক্যানসেলো ও রোনালদোর সমন্বিত চেষ্টা ঠেকিয়ে দেন দে গেয়া। ৮ মিনিট পর স্প্যানিশ গোলরক্ষক পরপর দুটি সেভ করেন। ৩০ গজ দূর থেকে নেওয়া রোনালদোর ফ্রি কিক দুরন্ত গতিতে ঠেকান দে গেয়া, তারপর ব্লেইস মাতুইদির ফিরতি ভলিও রুখে দেন তিনি।

বেন্তানকুর লক্ষ্যে শট নেওয়ার আগেই প্রতিহত করেন ম্যানইউর লুক শ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে দিবালা স্বাগতিকদের রক্ষণ ভেদ করতে পারলেও বাঁকানো শটে লক্ষ্যভেদে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো গোলদাতার খাতায় নাম লিখতে পারতেন। ৫২ মিনিটে অসাধারণ সেভে তাকে হতাশ করেন দে গেয়া। কুয়াদরাদোর ব্যাক পাসে বল পেয়ে জালের দিকে বল মারেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু আলতো ছোঁয়ায় বলের গতিপথ বদলে দেন ম্যানইউ গোলরক্ষক।

পল পগবা ৭৫ মিনিটে ম্যানইউকে সমতা ফেরাতে ব্যর্থ হন গোলপোস্টের বাধায়। তার শট পোস্টে আঘাত করে জুভেন্টাস গোলরক্ষকের মাথায় লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। 

ম্যানসিটির সহজ জয়

শাখতার দোনেৎস্কের মাঠে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় ম্যানসিটি। ৩০ মিনিটে দাভিদ সিলভা করেন ১-০। তারপর কর্নার থেকে ৩৫ মিনিটে অ্যাইমেরিক লাপোর্তের হেড দ্বিগুণ করে সিটিজেনদের ব্যবধান। বদলি নামার কিছুক্ষণ পরই গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে পাস অদল-বদল করে ৭০ মিনিটে তৃতীয় গোল করেন বের্নার্দো সিলভা।

ম্যানসিটির গ্রুপের অন্য ম্যাচে হফেনহেইম শেষ মুহূর্তের গোলে ৩-৩ এ ড্র করেছে লিওঁর বিপক্ষে। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট হারিয়ে লিওঁ শীর্ষে ওঠার সুযোগ হারায়। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফরাসি ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট